
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:
সীতাকুণ্ডে অভিযান চালিয়ে পরিবেশের ছাড়পত্র বিহীন একটি অবৈধ ইট ভাটা গুড়িয়ে দেওয়া হয়েছে।
আজ সোমবার (১০ ফেব্রুয়ারী) সকাল থেকে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের অনন্তপুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসন ও পরিবেশ অধিদফতর। সকাল ১১টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত চলমান অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুজ্জামান ও পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের সহ-পরিচালক আফজারুল ইসলাম।
দীর্ঘদিন যাবত নুর জাহান গ্রুপের মালিকানাধীন ইটভাটা বাড়বকুণ্ডের অনন্তপুর এলকায় পাহাড় কেটে অবৈধভাবে কারখানা গড়ে তোলে পাহাড়ি মাটি কেটে ইট তৈরী করছে। অভিযানের টের পেয়ে মালিক ও শ্রমিকরা গেটে তালা লাগিয়ে পালিয়ে যায়। এসময় দুইটি গেইটের তালা ভেঙ্গে আইনশৃংখলা বাহিনী ব্রিকফিল্ডে প্রবেশ করে অভিযানে অংশ নেয়।

অভিযানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়, সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল ইসলাম, সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সিনিয়র ষ্টেশন অফিসার নুরুল আলম দুলাল, সদর ভূমি সহকারী কর্মকর্তা মোঃ শাহ আলম। অভিযানে সহযোগীতা করেন র্যাব ৭ চট্টগ্রাম, চট্টগ্রাম জেলা পুলিশ, সীতাকুণ্ড মডেল থানা পুলিশ, ফায়ার সার্ভিসের দমকল বাহিনী টিম এবং আনসার সদস্যবৃন্দ।
এব্যাপারে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায় বলেন, মহামমান্য হাইকোর্টের নির্দেশে অবৈধ ইটভাটা উচ্ছেদ কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হচ্ছে। এ অভিযান অব্যাহত থাকবে। এদিকে নুরজাহান ব্রিকফিল্ডে অভিযান চালানোর টের পেয়ে মালিক ও শ্রমিকরা পালিয়ে যায়। যার ফলে কাউকে জরিমানা করা যায়নি তবে ইটভাটার মালামাল জব্দ করা হয়।