ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

মহানগর ছাত্রলীগের ১৩ ইউনিটের আংশিক কমিটি ঘোষণা: পদবঞ্চিতদের আগুন জ্বালিয়ে বিক্ষোভ

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

হাজী মো. মহসীন কলেজের সামনে রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ।

চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের ১৩ ইউনিটের আহ্বায়ক ও আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। আজ বুধবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে নগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু ও সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তবে এই ঘোষণার পরপরই রাতে বিক্ষোভে ফেটে পড়ে পদ বঞ্চিত নেতাকর্মীরা। তারা নগরীর জামালখান, প্রেসক্লাব, হাজ্বী মো. মহসীন কলেজ সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ ও সড়কে আগুন জ্বালিয়ে এ কমিটির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।

রাত দশটা পর্যন্ত চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করেছেন তারা। বিক্ষোভকারীরা নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন অনুসারী। এদেরকে কমিটিতে নিয়ম রক্ষার খাতিরে কমিটির নিচের কয়েকটি পদ দেওয়া হয়েছে বলে তারা অভিযোগ করেন।

.

রাতে হাজ্বী মো. মহসীন কলেজ সামনে রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভকালে শিক্ষা প্রতিমন্ত্রী মহিবুল হাসান নওফেল অনুসারী এক নেতা বক্তব্যদানকালে বলেন, “আমরা যে কয়জন মহসীন কলেজ দখল করেছিলাম, অথচ আমাদের কাউকে কমিটিতে রাখা হয়নি। আমাদের মূল্যায়ন করা হয়নি।”

নগর ছাত্রলীগের সহ সভাপতি নোমান চৌধুরী জানান , বাকলিয়া থানা, হাজী মুহাম্মদ মহসীন কলেজ, চকবাজার থানা, হালিশহর থানা, বায়েজিদ থানা,পাহাড়তলী থানা,১৭ নম্বর বাকলিয়া ওয়ার্ড, ১৯ নম্বর বাকলিয়া ওয়ার্ড, ১৬ নম্বর চকবাজার ওয়ার্ড, ১১ নম্বর দক্ষিণ কাট্টলী ওয়ার্ড, ১২ নম্বর সরাই পাড়া ওয়ার্ড,২৫ নম্বর রামপুরা ওয়ার্ডের কমিটি ঘোষণা করা হয়েছে। আশা করছি এতে দীর্ঘ দিনের ছাত্র রাজনীতির যে জট লেগে ছিল তা খুলে গেছে। এসব কমিটির মাধ্যমে নগর ছাত্রলীগ আরও বেশি শক্তিশালী হবে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবে।

ঘোষিত কমিটিতে বাকলিয়া থানা ছাত্রলীগের কমিটির আহ্বায়ক করা হয়েছে মিজানুর রহমানকে ও এক নম্বর যুগ্ম আহ্বায়ক করা হয় আনিসুল ইসলাম আজাদকে। এছাড়া আরও ১১ জনকে যুগ্ম আহ্বায়ক ও ১৩ জনকে সদস্য করা হয়। হাজী মুহাম্মদ মহসীন কলেজ ছাত্রলীগের কমিটিতে আহ্বায়ক করা হয়েছে কাজী নাঈমকে ও এক নম্বর যুগ্ম আহ্বায়ক করা হয় মিজানুর রহমানকে।

এছাড়া আরও ৫ জনকে যুগ্ম আহ্বায়ক এবং ৩২ জনকে সদস্য করা হয়। চকবাজার থানা ছাত্রলীগের কমিটি এক বছরের জন্য অনুমোদন দেওয়া হয়। কমিটিতে সভাপতি করা হয় জাহিদুল ইসলাম ইরাককে ও সাধারণ সম্পাদক করা হয় জিএম তৌসিফকে। হালিশহর থানা ছাত্রলীগের কমিটিতে আহ্বায়ক করা হয় আব্দুর রহিম জিসান এবং এক নম্বর যুগ্ম আহ্বায়ক মোহাইমিনুল হক চৌধুরী। বায়েজিদ থানা ছাত্রলীগের কমিটিতে আহ্বায়ক করা হয় সুলতান মাহমুদ ফয়সাল ও এক নম্বর যুগ্ম আহ্বায়ক রুবেল খান। পাহাড়তলী থানা ছাত্রলীগের কমিটির সভাপতি মো. আশিকুর রহমান প্রিন্স ও সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত আরমান।

এছাড়া আংশিক কমিটির মধ্যে ১৭ নম্বর বাকলিয়া ওয়ার্ডে সভাপতি রিয়াজ উদ্দিন কাদের ও সাধারণ সম্পাদক সুহৃদ বড়ুয়া শুভ। ১৯ নম্বর বাকলিয়া ওয়ার্ডে সভাপতি গোলামুর রহমান চৌধুরী রিজান ও সাধারণ সম্পাদক মো. ইমতিয়াজ হোসেন রাহাত। ১৬ নম্বর চকবাজার ওয়ার্ডে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান রাসেল। ১১ নম্বর দক্ষিণ কাট্টলী ওয়ার্ডে ছাত্রলীগের সভাপতি মাহফুজ আহমেদ ফাহিম ও সাধারণ সম্পাদক নাঈম উদ্দিন তৌসিফ। ১২ নম্বর সরাই পাড়া ওয়ার্ডে ছাত্রলীগের সভাপতি হান্নান খান ফয়সাল ও সাধারণ সম্পাদক ইমাম হোসেন ইমন। ২৫ নম্বর রামপুরা ওয়ার্ডে ছাত্রলীগের সভাপতি জাবেদ রহিম মুন ও সাধারণ সম্পাদক ইমরান হোসেন বাবু।

সর্বশেষ

ঈদযাত্রা নিরাপদ করতে চট্টগ্রামে বিআরটিএ’র বিশেষ অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি

‘মানবিক করিডোর’ নিয়ে জাতিসংঘের সঙ্গে আলোচনা হয়নি: প্রেস সচিব

সিরিয়ার ঋণ শোধ করবে সৌদি-কাতার

ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ

প্রথম চুয়েটের রিফাত আল ইব্রাহিম ⦿কেএসআরএম অ্যাওয়ার্ড পেলেন তিন ভবিষ্যৎ স্থপতি

ভারত-পাকিস্তান ইস্যুতে আগ বাড়িয়ে মধ্যস্থতা করতে চায় না বাংলাদেশঃ পররাষ্ট্র উপদেষ্টা

সন্ধ্যায় ওসমানী বিমানবন্দর থেকে প্রথমবারের মতো উড়াল দেবে কার্গো ফ্লাইট

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print