ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চলছে রাঙ্গুনিয়া মীরসরাই ও বারইয়াহাট পৌরসভা নির্বাচন

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

পঞ্চম ধাপে চট্টগ্রামের রাঙ্গুনিয়া, মীরসরাই ও বারইয়াহাট পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ চললে। আজ রবিবার সকাল ৮টা থেকে। বিরতিহীনভাবে তা চলবে বিকেল ৪টা পর্যন্ত। ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ করা হচ্ছে।

সুষ্ঠুভাবে ভোটগ্রহণে আলকরণ ওয়ার্ডের জন্য প্রতিটি কেন্দ্রে ছয় পুলিশ সদস্য, ১২ আনসার সদস্য ও র‌্যাবের টিম রয়েছে। এছাড়াও দায়িত্বে আছেন চার ম্যাজিস্ট্রেট। এদিকে তিন পৌরসভায় পুলিশ, র‌্যাব, বিজিবিসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।

রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র পদে প্রার্থী ২ জন। আওয়ামী লীগের প্রার্থী মো. শাহজাহান সিকদার ও বিএনপির প্রার্থী হেলাল উদ্দিন শাহ। এখানে সাধারণ ওয়ার্ডে ৩৫ জন কাউন্সিলর প্রার্থী নির্বাচন করছেন। সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৮ প্রার্থী। এই পৌরসভায় মোট ভোটার সংখ্যা ২৫ হাজার ৭৯১ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১৩ হাজার ৫১৯ জন, নারী ভোটার ১২ হাজার ২৭২ জন। ১১টি ভোটকেন্দ্রের ৭০টি বুথে ভোটগ্রহণ করা হচ্ছে।

রিটার্নিং কর্মকর্তা মাসুদুর রহমান জানান, ১০জন ম্যাজিস্ট্রেট মাঠে রয়েছেন। সুষ্ঠুভাবে ভোট গ্রহণ হচ্ছে।

.

এদিকে মীরসরাই পৌরসভায় বিএনপির মেয়র প্রার্থী নুর মোহাম্মদের প্রার্থিতা বাতিল হওয়ায় আওয়ামী লীগের প্রার্থী গিয়াস উদ্দিন ভোটের আগেই বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন। এই পৌরসভায় নয় ওয়ার্ডে কাউন্সিলর পদে ৩৯ প্রার্থী। ভোটার সংখ্যা ৯ হাজার ৪৪৪ জন।

বারইয়াহাট পৌরসভায় আওয়ামী লীগের মেয়রপ্রার্থী রেজাউল করিম খোকন ও বিএনপির দিদারুল আলম। কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৬২ প্রার্থী। এই পৌরসভায় ভোটার সংখ্যা ৬ হাজার ৬২৯ জন।

রিটানিং কর্মকর্তা নাজিম উদ্দিন ভূঁইয়া জানান, মোট ২৭টি বুথে ভোটগ্রহণ চলছে। প্রত্যেকটি কেন্দ্রে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তিনটি কেন্দ্র নিয়ে একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োজিত আছেন। নিরাপত্তার জন্য এক প্লাটুন বিজিবি, ২৫০ পুলিশ সদস্য, ৭৭ জন আনসার ও সার্বক্ষণিকভাবে র্যাব সদস্যরা টহল দিচ্ছেন।

সর্বশেষ

ঈদযাত্রা নিরাপদ করতে চট্টগ্রামে বিআরটিএ’র বিশেষ অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি

‘মানবিক করিডোর’ নিয়ে জাতিসংঘের সঙ্গে আলোচনা হয়নি: প্রেস সচিব

সিরিয়ার ঋণ শোধ করবে সৌদি-কাতার

ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ

প্রথম চুয়েটের রিফাত আল ইব্রাহিম ⦿কেএসআরএম অ্যাওয়ার্ড পেলেন তিন ভবিষ্যৎ স্থপতি

ভারত-পাকিস্তান ইস্যুতে আগ বাড়িয়ে মধ্যস্থতা করতে চায় না বাংলাদেশঃ পররাষ্ট্র উপদেষ্টা

সন্ধ্যায় ওসমানী বিমানবন্দর থেকে প্রথমবারের মতো উড়াল দেবে কার্গো ফ্লাইট

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print