
কক্সবাজারের চকরিয়া উপজেলায় দুটি পিকআপের মুখোমুখি সংঘর্ষে সালাহ উদ্দীন বাবুল (৪০) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।
আজ রবিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৭ টায় উপজেলার ইসলামবাদ ইউনিয়নের চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ডুলাফকির মাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সালাহ উদ্দীন বাবুল কক্সবাজার সদর উপজেলার ইসলামপুরের পূর্ব নাপিতখালী এলাকার আলী আহমদের ছেলে।
চকরিয়ার মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই নওফেল বিন বলেন, ‘চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ইসলামবাদ ইউনিয়নের ডুলাফকির মাজার এলাকায় দুটি পিকআপের মুখোমুখি সংঘর্ষে এক পথচারীর মৃত্যু হয়েছে। লাশ মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রয়েছে।’ পিকআপ দুটি জব্দ করা হয়েছে বলেও জানান তিনি।