
রাজধানীর দক্ষিণখানের একটি মসজিদের সেপটিক ট্যাংকে আজ মঙ্গলবার (২৫ মে) এক যুবকের খণ্ডিত লাশ পাওয়া গেছে। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে বলে জানা যায়। নিহত সেই ব্যক্তির নাম আজহারুল (৪০)। তিনি পেশায় একজন গার্মেন্টস কর্মী।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মসজিদটির ইমামকে আটক করা করেছে পুলিশ। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন দক্ষিণখান থানার ডিউটি অফিসার এসআই হাসান আলী।
দক্ষিণখান থানা পুলিশ জানায়, গত শুক্রবার থেকে আজহারুল নিখোঁজ ছিল। পরে অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে র্যাব। একটি সূত্রে খবর পেয়ে মসজিদের ইমাম আব্দুর রহমানকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন আজহারুলের লাশ কেটে ৭ টুকরা করে সেপটিক ট্যাংকের মধ্যে রাখা হয়েছে। পরে পুলিশের সহায়তায় মসজিদের সেপটিক ট্যাংক থেকে লাশ উদ্ধার করা হয়েছে।
আজহারুলের স্ত্রীর সঙ্গে পরকীয়ার জেরে এ হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করছে পলিশ। পুলিশ জানায়, আজহারুল পেশায় একজন গার্মেন্টস কর্মী। তিনি দক্ষিণখানের মধুবাগ এলাকার ইউসুফ গাজীর ৩৯ নম্বর বাসায় ভাড়া থাকতেন। তার বাড়ি টাঙ্গাইল জেলার কালিহাতী থানায় বলে জানান তিনি।