
জিয়া চৌধুরী, হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে আবারও ডিম ছাড়তে শুরু করেছে রুই জাতীয় মা মাছ। গতকাল চট্টগ্রামে রেকর্ড পরিমান বৃষ্টির ফলে হালদার উজান হতে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে উপযুক্ত পরিবেশ তৈরী হওয়ায় আজ বুধবার দুপুরের দিকে মা মাছ ডিম ছাড়তে শুরু করে।
আজ বুধকার দুপুর ২টার দিকে নমুনা ডিমের আভাস পেয়ে নৌকা নিয়ে নদীতে নামে ডিম আহরণকারীরা। বিকাল ৪টার পর থেকে ডিম সংগ্রহের পরিমাণ বাড়ছে ধীরে ধীরে। আর তাতে নতুন করে আশায় বুক বাঁধছেন হালদাপাড়ের ডিম আহরণকারীদের মাঝে।
দক্ষিন মাদার্শা এলাকার ডিম আহরণকারী মোঃ জামসেদ জানান, ডিম ছাড়ার খবর পেয়ে আমরা আবারও নদীতে নেমেছি। অল্প অল্প ডিম পাচ্ছি এখনও পর্যন্ত, রাতের মধ্যে জানা যাবে কী পরিমান ডিম সংগ্রহ করা হয়েছে।

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন বলেন, গতকাল ভারী বৃষ্টিপাত হওয়াতে পাহাড়ি ঢল নেমেছে হালদায়। পানিও ঘোলাটে। ডিম ছাড়ার উপযুক্ত পরিবেশ রয়েছে। আশা করছি, এবার মা মাছ ডিম আহরনকারীদের হতাশ করবে না। বাকিটা জোয়ারের পর বোঝা যাবে।
উল্লেখ্য, মে মাসের চতুর্থ জো অর্থাৎ পূর্ণিমা তিথিতে হালদায় ডিম ছাড়ে মা মাছ। এবার পূর্ণিমা তিথি ছিল ২৩ থেকে ২৯ মে। এই সময়ে চট্টগ্রাম অঞ্চলে বৃষ্টিপাত হয়নি বললেই চলে। আবার ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে জলোচ্ছ্বাসের কারণে সাগরের পানি ঢুকে পড়ে হালদায়। বৃষ্টিপাত না হওয়া এবং ঘূর্ণিঝড়ের প্রভাবে মা মাছ পর্যাপ্ত ডিম ছাড়েনি বলে জানিয়েছিলেন বিশেষজ্ঞরা।