
সারাদেশে সাত দিনব্যাপী সর্বাত্মক লকডাউন চলছে। করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় দেশব্যাপী এ লকডাউন ঘোষণা করেছে সরকার। সরকার নির্দেশিত কঠোর বিধিনিষেধের দ্বিতীয় দিনে আজ শুক্রবার (২ জুলাই) চট্টগ্রামের রাস্তাঘাট অনেকটা ফাঁকা।
ব্যাক্তিগত যানবাহন ও জরুরি সেবার আওতাভুক্ত কিছু যানবাহন ছাড়া তেমন কোনো পরিবহন চলাচল করতে দেখা যাচ্ছে না। তবে প্রচুর রিক্সা চলাচল করছে নগরীতে। মহাসড়কগুলোতে পণ্যবাহী গাড়ি চলাচল রয়েছে।

এদিন সকাল থেকেই বিধিনিষেধ বাস্তবায়নে মহাসড়কে অবস্থান নেয় আইনশৃঙ্খলা বাহিনী। নগরীর প্রবেশ পথগুলোতে পুলিশ র্যাব বিজিবির পাশাপাশি সেনাবাহিনীও অবস্থান করছে।নগরীর বিভিন্ন প্রবেশপথে তল্লাশি শুরু করে সেনাবাহিনী।নগরী ছাড়াও জেলার ৭ প্রবেশ পথ যথাক্রমে-সাতকানিয়ার কেরাণী হাট, ফৌজদারহাট, জোরারগঞ্জ নগরীর অক্সিজেন,কাপ্তাই রাস্তার মাথা, মইজ্যার টেক ও বায়েজিদ লিংক রোড এলাকায় পুলিশের উদ্যোগে চেকপোষ্টে তল্লাশি চলছে।

নগরজুড়ে সেনাবাহিনীর ৬টি টিম কাজ করছে। এছাড়াও বিজিবির ৬টি টিম নগরজুড়ে টহল দিচ্ছে। মাঠে আছে পুলিশও। সকাল থেকে জেলা প্রশাসনের ১২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। তাদের সঙ্গে ১০০ স্বেচ্ছাসেবক সহযোগিতা করেছন।উপজেলা পর্যায়ে দায়িত্বে আছেন নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনাররা (ভূমি)।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক বলেন, নগরীর সাতটি প্রবেশমুখে পুলিশের চেকপোস্ট রয়েছে। এছাড়াও জেলা প্রশাসনের ১২ জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের ১২টি টিম মাঠে টহলে দিচ্ছে।