
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:
জেলার সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নের ফৌজদারহাট-বায়েজিদ লিংক রোডের বীজ্রের নিচে রেললাইনের পাশ থেকে হুমায়ুন কবির (৩৮) নামের এক ব্যক্তি লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ শুক্রবার সকাল ৮টার সময় স্থানীয় এলাকাবাসী লাশটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। তার পকেটে থাকা আইডি কার্ডে লিখা আছে তার পিতার নাম আবদুল মান্নান। বাড়ি ময়মনসিংহের তারাকান্দি। লাশের শরীরে ও মাথায় জখমের চিহ্ন রয়েছে। তার পকেটে পাওয়া কার্ডে দেখা যায় তিনি চরকা টেক্সটাইল লিমিটেড নামের একটি কোম্পানির কর্মী।
এব্যাপাারে ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির এসআই মোঃ নুরনবী বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে বিষয়টি রেলওয়ে পুলিশকে খবর দিলে তারা লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করে। ধারণা করা হচ্ছে উক্ত ব্যক্তি হয়তো ট্রেন থেকে পড়ে গেছে নয়তো ট্রেনের ধাক্কায় মারা গেছে।