
ভোলার মেঘনা-তেঁতুলিয়া নদীতে আবারও ইলিশ ধরা শুরু হচ্ছে। নিষেধাজ্ঞার ২২ দিন শেষে আগামীকাল ২৫ অক্টোবর মধ্যরাত থেকে নদীতে নামার জন্য প্রস্তুত জেলেরা। আর এবারের অভিযান সফল হওয়ায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ইলিশ উৎপাদনের আশা মৎস্য বিভাগের।
সোমবার থেকে শুরু ইলিশ শিকার, প্রস্তুত জেলেরা
ইলিশের উৎপাদন বাড়াতে অন্য স্থানের মতো ভোলার মেঘনা-তেঁতুলিয়া নদীতেও গত ৪ অক্টোবর থেকে সব ধরনের মাছ ধরা বন্ধ ছিল। এ সময় সম্পূর্ণ কর্মহীন ছিল জেলার প্রায় ২ লাখ মৎস্যজীবী। ২৫ অক্টোবর মধ্যরাত থেকে নিষেধাজ্ঞা উঠে যাবে তাই সরব হয়ে উঠেছে জেলেপল্লী।

জেলার অর্ধশত ঘাটে কয়েক হাজার নৌকা-ট্রলার সকল প্রস্তুতি শেষ করে নদীতে নামার অপেক্ষায়। পুরনো জাল মেরামত আর নতুন জাল প্রস্তুতের পাশাপাশি নৌকা-ট্রলার সারিয়ে নিচ্ছেন কেউ কেউ। ২২ দিনের ক্ষতি পুষিয়ে নেয়ার আশা তাদের। জেলেদের মতো আড়ত মালিকরাও মোকামে ইলিশ সরবরাহের প্রস্তুতি নিয়েছেন।
জেলেরা জানান, এখন নদীতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। দেনা করে জাল কিনেছি। আশার করছি, গত কয়েক দিনের ক্ষতি পুষিয়ে নিতে পারব।

তবে নিষেধাজ্ঞাকালীন সময়ে নানা সংকটে থাকা জেলেদের জন্য বিকল্প কর্মসংস্থানের দাবি মৎস্যজীবী সমিতির নেতা মো. এরশাদ ফরাজির
এবারের অভিযান সফল হয়েছে দাবি করে ইলিশ উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা জেলা মৎস্য কর্মকর্তা এস. এম. আজহারুল ইসলামের।
নিষেধাজ্ঞাকালীন জেলার নিবন্ধিত এক লাখ ৩২ হাজার জেলেকে ২০ কেজি করে খাদ্য সহায়তা দিয়েছে সরকার।