
চট্টগ্রামের ফটিকছড়িতে ইউনিয়ন পরিষদের নির্বাচন চলাকালে লেলাং ইউনিয়নে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে মোহাম্মদ শফি নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো কয়েকজন।
আজ বৃহস্পতিবার দুপুর ২টায় ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গোপালঘাটা আনন্দ বাজার এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত শফি স্হানীয় আনন্দ বাজারের ব্যবসায়ী ও গোপালঘাটা নুরুল হক কেরানির বাড়ির ফজলুল হক এর পুত্র।
স্থানীয়রা জানিয়েছেন, কেন্দ্র দখলের ঘটনাকে কেন্দ্র করে মেম্বারপ্রার্থী মোরগ প্রতীকের জামাল পাশা ও ফুটবল প্রতীকের ইফতিকার উদ্দীন মুরাদ সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে ছুরিকাঘাতে শফির মৃত্যু হয়।
নিহত শফির বুকে ছুরিকাঘাত করা হয়েছে বলে প্রতক্ষ্যদর্শীরা জানায়।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রবিউল ইসলাম জানান, ভোট চলাকালে লেলাং এ দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের সময় মো. শফি নামে এক জনের মৃত্যু হয়েছে।