Search
Close this search box.

শনিবার কক্সবাজার ও রামু ৯ ইউনিয়নে নির্বাচন

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print
খখখখখ
গর্জনিয়ায় নির্বাচনী গণ সংযোগ করছেন আওয়ামীলীগ প্রার্থী তৈয়ব উল্লাহ চৌধুরী। ছবি: শাহীন চৌধুরী

ইউনিয়ন পরিষদ নির্বাচন ধারাবাহিকতায় আগামীকাল ২৮ মে শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে কক্সবাজার সদর উপজেলার ৪টি ও রামু উপজেলার রামুর ৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচন। রামুর ৫ ইউনিয়নে ৬০১৮১ জন ভোটার ও কক্সবাজার সদর উপজেলার ৪ ইউনিয়নে ৭৭৮০৬ জন ভোটার সর্বমোট ৮১টি ভোট কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন । সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে প্রশাসনও সকল প্রস্তুতি সম্পন্ন করেছে।

কক্সবাজার সদর উপজেলার ৪ ইউনিয়নে আওয়ামীলীগ ও বিএনপি দলীয় প্রার্থীর পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ নিচ্ছেন।

ঝিলংজা ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়ছেন বর্তমান চেয়ারম্যান তরুণ বিএনপি নেতা গিয়াস উদ্দিন জিকু (ধানের শীষ), টিপু সুলতান (নৌকা) ও মাওলানা মোস্তাফিজুর রহমান (আনারস)।

gikoখুরুশকুল ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়ছেন, বর্তমান চেয়ারম্যান মাষ্টার আবদুর রহিম (আনারস), আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জসিম উদ্দিন (নৌকা), বিএনপি মনোনীত প্রার্থী শাহ আলম ছিদ্দিকী (ধানের শীষ), এ্যাড. ছলিম উদ্দিন (মোটরসাইকেল) ও শফিউল হক রানা (অটো রিক্সা)।

পিএমখালী ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়ছেন, নাজিম উদ্দিন বাবুল (নৌকা), মোহাম্মদ রহমত উল্লাহ (টেলিফোন), মোঃ আবদুল্লাহ (হাতপাখা), মোঃ আব্দুর রহিম মাস্টার (মোটর সাইকেল), মোঃ শহিদ উল্লাহ (আনারস) , মোঃ ছৈয়দ নুর (ধানের শীষ) ও দেলোয়ার হোছেন জনি (রজনী গন্ধা) ।

ভারুয়াখালী ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়ছেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কামাল উদ্দিন (নৌকা), শফিকুর রহমান সিকদার (ধানের শীষ) , স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমিনুল হক (মোটর সাইকেল) ও মাসুদ ইকবাল (আনারস)।

রামু উপজেলার ৫ ইউনিয়নেও একই অবস্থা। এখানেও একাধিক স্বতন্ত্রপ্রার্থী অংশ নিচ্ছেন।কাউয়ারখোপ ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়ছেন, আওয়ামী লীগ সমর্থিত শফিউল আলম (নৌকা), নুরু হক (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী মোস্তাক আহমদ (ঘোড়া), মোহাম্মদ হানিফ (আনারস) ও এস.এম আব্দুল মালেক (মোটর সাইকেল ) ।

giko2কচ্ছপিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়ছেন, আওয়ামী লীগ সমর্থিত নুরুল আমিন কোম্পানী নৌকা) , আবু মোহাম্মদ ইসমাঈল নোমান ( ধানের শীষ) ও জাকের আহমদ (আনারস)।
গর্জনিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়ছেন, আওয়ামী লীগ সমর্থিত তৈয়ব উল্লাহ চৌধুরী (নৌক), সাবেক চেয়ারম্যান ছৈয়দ নজরুল ইসলাম (আনারস), গোলাম মওলা চৌধুরী (ধানের শীষ), মোহাম্মদ শাহরিয়া ওয়াহেদ (ঘোড়া) ও মোহাম্মদ হাবিব উল্লাহ (মোটর সাইকেল)।

ঈদগড় ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়ছেন, আওয়ামী লীগ সমর্থিত মোহাম্মদ নুরুল ইসলাম (নৌকা), নুরুল আজিম (ধানের শীষ), বর্তমান চেয়ারম্যান ফিরোজ আহমেদ (আনারস ) ও দিদারুল ইসলাম (মোটর সাইকেল ) ।

রশিদ নগর ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়ছেন, আওয়ামী লীগ সমর্থিত বজল আহমদ নৌকা), বর্তমান চেয়ারম্যান আব্দুল করিম (ধানের শীষ), সিরাজুল ইসলাম (ঘোড়া) ও শাহ আলম ( আনারস)।
ভোটাররা জানিয়েছেন, এই ৯ ইউনিয়নে বড় দু’দল আওয়ামীলীগ-বিএনপি তাদের নৌকা ও ধানের শীষ প্রতীকের প্রার্থী তালিকা চুড়ান্ত করলেও দলীয় এসব প্রার্থীদের টেনশন কমেনি বরং বেড়েছে। ৯টি ইউনিয়নেই বড়ো দুই দলেই স্বতন্ত্র প্রার্থীরাই দলীয় প্রার্থীদের মাথাব্যথার কারন হয়ে দাঁড়িয়েছে।

রামু উপজেলা নির্বাহী অফিসার সেলিনা কাজী জানিয়েছেন, নির্বাচন সুষ্টু হওয়ার জন্য রামু উপজেলার ৫টি ইউনিয়নের ১ম ধাপের নির্বাচনে ভ্রাম্যমান ম্যজিস্ট্রেট সহ ৪ স্তরের নিরাপত্তা বাহিনী মাঠে নিয়োজিত থাকবেন। বর্তমানে বিজিবি ভোট কেন্দ্র সমূহে টহল দিচ্ছেন।

কক্সবাজার জেলা নির্বাচন অফিস সুত্রে জানা গেছে, এইসব ইউনিয়নে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার ৮১ টি কেন্দ্রে নির্বাচনের জন্য প্রয়োজনীয় সামগ্রী মালামাল নিয়ে স্ব স্ব ভোট কেন্দ্রে শুক্রবার ২৭ মে সকালে পৌঁছে গেছেন। ২৮ মে সকাল ৮ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।

প্রসংগত, এই দুই উপজেলায় ১২টি ইউনিয়নে শেষ ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে ৪ জুন । কক্সবাজার সদরের ৬টি ইউনিয়ন হচ্ছে, ইসলামপুর, ইসলামাবাদ, জালালাবাদ, পোকখালী , চৌফলদন্ডী ও ঈদগাঁও । রামু উপজেলার ৬টি ইউনিয়ন ফতেখাঁরকুল, রাজারকুল, চাকমারকুল, দক্ষিণ মিঠাছড়ি, খুনিয়া পালং ও জোয়ারিয়ানালা।

সারাদেশ

১৫ জুলা ২০২৪

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ এলাকায় একটি ব্রিজের একপাশের একটি অংশ ভেঙে পানিতে পড়ে গেছে। এতে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে চার ইউনিয়নের

খেলাধুলা

১৫ জুলা ২০২৪

ঘোষণাটা আগেই দিয়ে রেখেছিলেন লিওনেল মেসি। কোপা আমেরিকার শিরোপা দিয়েই স্মরণীয় করে রাখবেন বন্ধু দি মারিয়ার বিদায়। যেই কথা সেই

সারাদেশ

১৫ জুলা ২০২৪

সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তে খাসিয়া আদিবাসীদের গুলিতে বাংলাদেশি দুই নাগরিক নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরও একজন। রোববার (১৪ জুলাই)