ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

আজ রাঙ্গুনিয়া ও হাটহাজারীতে ইউপি নির্বাচন

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

আজ রবিবার চট্টগ্রামের হাটহাজারী ও রাঙ্গুনিয়া উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ করা হবে। আর ভোটের মাঠে যথাযথ আইন প্রয়োগ করতে মাঠে থাকবে চট্টগ্রাম জেলা প্রশাসনের ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

ইতোমধ্যে ভোট গ্রহণের সকল প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। শনিবার বিকেল থেকে ব্যালট পেপার ও নির্বাচনী সরঞ্জাম ভোটকেন্দ্রে পৌঁছানো হয়েছে

চট্টগ্রাম জেলা প্রশাসনের নিবার্হী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক বলেন, ভোটের মাঠে নয় জন নির্বাহী ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসন থেকে নিযুক্ত করা হয়েছে। দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটরা পুলিশ, আনসার ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে সমন্বয় করে প্রয়োজনে তাদের নির্বাহী আইন প্রয়োগ করবেন। নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ২৬ নভেম্বর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত সংশ্লিষ্ট এলাকায় দায়িত্ব পালন করছে।

হাটহাজারী উপজেলায় দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটরা হলেন আশরাফুল হাসান, মামনুন আহমেদ অনীক, রাজীব হোসেন, আশরাফুল আলম ও গালিব চৌধুরী।

রাঙ্গুনিয়া উপজেলায় দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটরা হলেন, নাঈমা ইসলাম, এসএমএন জামিউল হিকমা, মাসুদ রানা ও পিযুষ কুমার চৌধুরী।

হাটহাজারী উপজেলার ১৩টি ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে ১৩টি ইউনিয়নে ভোটার সংখ্যা ২ লাখ ৫৬ হাজার ৯৯৩ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩১ হাজার ৯১৪ ও মহিলা ভোটার ১ লাখ ২৫ হাজার ৭৯ জন। ১২২টি ভোটকেন্দ্রে ৬৩৩ বুথে ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করবেন।

নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী ১১ জন। বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী মিলে ২৬ জন প্রার্থী ভোটের মাঠে রয়েছেন। এছাড়াও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯২ জন, সাধারণ সদস্য পদে ৪৭০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুতি নেয়া হয়েছে।

এদিকে রাঙ্গুনিয়া উপজেলার ১৩ ইউনিয়ন পরিষদের মধ্যে ৮টিতে বিনা ভোটে চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা। চেয়ারম্যান পদে ভোট হবে বাকি ৫টিতে।

১৩ ইউপিতে সংরক্ষিত মহিলা ওয়ার্ডে ১০৬ জন ও সাধারণ সদস্য পদে ৩১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। চেয়ারম্যান পদে ৫ ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের বিপরীতে বিদ্রোহী প্রার্থীদের আনারস প্রতীকের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দ এসডি আনোয়ার খালেদ বলেন, ইতোমধ্যে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। ভোটাররা নির্ভয়ে প্রয়োগ করতে পারবেন। প্রতিটি কেন্দ্রে আইন শৃঙ্খলা রক্ষায় পর্যাপ্ত সংখ্যক আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োজিত থাকবেন। পুলিশ, র‌্যাব ছাড়াও ৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে বলে তিনি জানান।

সর্বশেষ

ঈদযাত্রা নিরাপদ করতে চট্টগ্রামে বিআরটিএ’র বিশেষ অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি

‘মানবিক করিডোর’ নিয়ে জাতিসংঘের সঙ্গে আলোচনা হয়নি: প্রেস সচিব

সিরিয়ার ঋণ শোধ করবে সৌদি-কাতার

ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ

প্রথম চুয়েটের রিফাত আল ইব্রাহিম ⦿কেএসআরএম অ্যাওয়ার্ড পেলেন তিন ভবিষ্যৎ স্থপতি

ভারত-পাকিস্তান ইস্যুতে আগ বাড়িয়ে মধ্যস্থতা করতে চায় না বাংলাদেশঃ পররাষ্ট্র উপদেষ্টা

সন্ধ্যায় ওসমানী বিমানবন্দর থেকে প্রথমবারের মতো উড়াল দেবে কার্গো ফ্লাইট

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print