t বান্দরবানের রুমায় গোলাগুলিতে ৪ পাহাড়ি নিহত – পাঠক নিউজ

ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

বান্দরবানের রুমায় গোলাগুলিতে ৪ পাহাড়ি নিহত

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

দুর্গম পাহাড়ি এলাকা রুমা উপজেলার দুই পক্ষের গোলাগুলিতে চারজন উপজাতি নিহতের কথা জানিয়েছে পুলিশ।

পাইন্দু ইউনিয়নের কালাপাড়া এলাকায় শনিবার রাতে এ ঘটনা ঘটে। রুমা-রোয়াংছড়ি সীমানায় মরদেহগুলো পাওয়া গেছে।

আজ রবিবার (৬ মার্চ) দুপুরের দিকে জেলা পুলিশ সুপার জেরিন আখতার বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, ‘চারজন নিহতের খবর পেয়েছি। এটা দুর্গম এলাকা। পুলিশের টিম পাঠানো হয়েছে। কাদের মধ্যে গোলাগুলি হয়েছে তা এখনও সঠিকভাবে বলা যাচ্ছে না। পুলিশ সেখানে পৌঁছালে বিস্তারিত জানা যাবে।’

তবে পাইন্দু ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান উহ্লামং মারমা কাছে দাবি করেন, ‘পাইন্দু ইউনিয়নে গোলাগুলির ঘটনা ঘটেনি। এ ঘটনা রোয়াংছড়িতে ঘটেছে।’

এ নিয়ে গত ১০ দিনে বান্দরবানের বিভিন্ন উপজেলায় ১২ জন খুন হলো।

এর আগে অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল জানান, শনিবার দুপুরে সদর উপজেলার তালুকদার পাড়ায় সশস্ত্র দুই দলের মধ্যে গোলাগুলি হয়। এ সময় গুলিবিদ্ধ হয়ে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সাবেক সদস্য অংনু মং মারমা নিহত হন।

তার আগে গত বৃহস্পতিবার রাতে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার নোয়াপতং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আলেচুপাড়ার পাহাড়ি ঝিরি থেকে এক নারীর গলা কাটা মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের ধারণা, তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।

এ ঘটনার পাঁচ দিন আগে ২৬ ফেব্রুয়ারি একই উপজেলার সদর ইউনিয়নের নতুনপাড়া এলাকায় এক যুবককে গুলি করে হত্যা করা হয়।

স্থানীয়দের বরাতে ওসি জানান, মংসিং শৈ মারমা গোসল করার জন্য বাড়ির পাশের টিউবওয়েলে গেলে ৭ থেকে ৮ জন অস্ত্রধারী তাকে ব্রাশ ফায়ার করে।

মংসিং জেএসএসের সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

সর্বশেষ

চকবাজারের কুটুমবাড়িকে ৩ লাখ টাকা জরিমানা

বাকলিয়া এক্সেস রোড়ে দুই গ্রুপের সংঘর্ষে যুবদল কর্মী নিহত : আহত ১০

ঘূর্ণিঝড় মোন্থা’র প্রভাবে সারাদেশে ৫ দিন বৃষ্টি হতে পারে

দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক প্রদীপ দাশকে গ্রেপ্তার

মৃত্যুপুরী রাউজান : ১৩ মাসে ১৬ খুন

বঙ্গোপসাগরে নিম্নচাপ, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

রাউজানে সন্ত্রাসীদের গুলিতে যুবদল কর্মী নিহত

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print