t এরশাদ সিকদারের মেয়ে আত্মহত্যা: প্রেমিক প্লাবন ঘোষকে খুঁজছে পুলিশ – পাঠক নিউজ

ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

এরশাদ সিকদারের মেয়ে আত্মহত্যা: প্রেমিক প্লাবন ঘোষকে খুঁজছে পুলিশ

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

জান্নাতুল নওরিন এশা

প্রেমিকের সাথে ঝগড়া করে আত্মহত্যা করেছে এক সময়ের আলোচিত সিরিয়াল কিলার মৃত্যুদণ্ডে দন্ডিত এরশাদ সিকদারের মেয়ে জান্নাতুল নওরিন এশা(২২)। গত শুক্রবার (৪ মার্চ) রাজধানীর গুলশানের সুবাস্তু টাওয়ারের নবম তলা থেকে তার মরদেহ উদ্ধারের পর এশার মা সানজিদা নাহার শুক্রবার রাতে তার প্রেমিক প্লাবন ঘোষের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার মামলা করেন।

প্লাবন ঘোষ (২৮) নামের এক ছেলের সঙ্গে সম্পর্ক ছিল এরশাদ শিকদারের মেয়ে জান্নাতুল নওরিন এশার (২২)। মুন্সীগঞ্জের বিক্রমপুরের ছেলে প্লাবন প্রথমে ধর্ম পরিবর্তন এশাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিলেও পরে ধর্মের কারণেই কথা রাখতে পারবেন না বলে বিয়ের বিষয়টি এড়িয়ে যাওয়া শুরু করেন প্রেমিক। এভাবেই প্লাবন ধীরে ধীরে এশাকে মৃত্যুর মুখে ঠেলে দেন।

জান্নাতুল নওরিন এশা

এজাহারে সানজিদা নাহার বলেন, প্লাবন ঘোষের সঙ্গে এশার দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। প্লাবন সনাতন ধর্ম পরিবর্তন করে মুসলিম হয়ে এশাকে বিয়ে করবেন বলে কথা দিয়েছিলেন। এশা মাঝে মধ্যে প্লাবনের সঙ্গে ঘুরতে যেতেন।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসান বলেন, মামলায় বাদী অভিযোগ করেছেন, প্রেমিকের সঙ্গে ঝগড়া করে এশা আত্মহত্যা করেছে। আত্মহত্যায় প্ররোচনা দেয়ার অভিযোগে প্লাবন ঘোষকে মামলায় আসামি করা হয়েছে। এই মামলায় এখনো কেউ গ্রেপ্তার হয়নি। এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে বলেও জানান ওসি আবুল হাসান।

এর আগে শুক্রবার ভোরে গুলশানের শাহজাদপুরের সুবাস্তু টাওয়ারের নয় তলার একটি ফ্ল্যাটে আত্মহত্যা করেন এশা। পরিবারের দাবি, প্রেমিকের সঙ্গে অভিমান করে তিনি আত্মহত্যা করেছেন। ঘটনার পর এশার মা সানজিদা নাহার সাংবাদিক ও পুলিশকে বলেন, প্লাবন ঘোষ নামে এক ছেলের সঙ্গে তার সম্পর্ক ছিল।

অন্যদিকে জান্নাতুলের মা সানজিদা নাহারের দাবি, বয়ফ্রেন্ডকে ভিডিও কলে রেখে ফ্যানের সঙ্গে ঝুলে তার মেয়ে আত্মহত্যা করেছে।

তিনি অভিযোগ করে বলেন, প্লাবন ঘোষ নামের এক ছেলের সঙ্গে সম্পর্ক ছিল তার মেয়ে জান্নাতুলের। বৃহস্পতিবার রাত নয়টার দিকে প্লাবনের সঙ্গে দেখা করতে বাসা থেকে বের হয় জান্নাতুল। পরে জান্নাতুলকে বাসার নিচে নামিয়ে দিয়ে যায় প্লাবন। এ সময় দুজনের মধ্যে ঝগড়া ও হাতাহাতি হয়। বাসায় ফিরে এসে জান্নাতুল নিজের ঘরের দরজা বন্ধ করে দেয়। সকালে মেয়ের কক্ষের দরজায় ধাক্কা দিয়ে সাড়া পাওয়া যাচ্ছিল না। পরে নিরাপত্তাকর্মীর সহযোগিতায় দরজা ভেঙে দেখা যায় ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়েছে জান্নাতুল। সেখান থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তবে জান্নাতুল আত্মহত্যা করেছে নাকি তার মৃত্যু অন্য কোনো কারণে হয়েছে এ বিষয়ে এখনো নিশ্চিত নয় পুলিশ।

পুলিশ বলছে, এশার মরদেহ তারা ঝুলন্ত অবস্থায় পায়নি। পুলিশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে এশার মরদেহ পেয়েছেন। পরিবারের পক্ষ থেকে আত্মহত্যার যে দাবি করা হচ্ছে সে বিষয়ে পুলিশ এখনো নিশ্চিত নয়। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের মাধ্যমে এশার মৃত্যুর কারণ এবং কীভাবে তার মৃত্যু হয়েছে সেটা জানার চেষ্টা করবে পুলিশ।

এরশাদ শিকদারের দ্বিতীয় স্ত্রী সানজিদা নাহার। তাদের মেয়ে জান্নাতুল। ২০০৪ সালে খুলনায় হত্যা মামলায় সন্ত্রাসী এরশাদ শিকদারের মৃত্যুদণ্ড কার্যকর হয়।

সিটি কলেজ থেকে এইচএসসি পাস করার পরে আর কোথাও ভর্তি হয়নি জান্নাতুল নওরিন এশা।

সর্বশেষ

চকবাজারের কুটুমবাড়িকে ৩ লাখ টাকা জরিমানা

বাকলিয়া এক্সেস রোড়ে দুই গ্রুপের সংঘর্ষে যুবদল কর্মী নিহত : আহত ১০

ঘূর্ণিঝড় মোন্থা’র প্রভাবে সারাদেশে ৫ দিন বৃষ্টি হতে পারে

দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক প্রদীপ দাশকে গ্রেপ্তার

মৃত্যুপুরী রাউজান : ১৩ মাসে ১৬ খুন

বঙ্গোপসাগরে নিম্নচাপ, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

রাউজানে সন্ত্রাসীদের গুলিতে যুবদল কর্মী নিহত

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print