t রাঙামাটিতে ভয়াবহ অগ্নিকান্ডে ২৫টি বসতঘর পুড়ে ছাই – পাঠক নিউজ

ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

রাঙামাটিতে ভয়াবহ অগ্নিকান্ডে ২৫টি বসতঘর পুড়ে ছাই

রাঙামাটিতে ভয়াবহ আগুন।

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

রাঙামাটিতে ভয়াবহ আগুন।

আলমগীর মানিক, রাঙামাটি জেলা প্রতিনিধিঃ
রাঙ্গামাটি শহরের ওমদামিয়া হিল খানবাড়ী এলাকায় এক ভায়াবহ অগ্নিকান্ডে অন্তত ২৫টি বসতঘর সম্পূর্ন পুড়ে ছাঁই হয়ে গেছে।

আজ শুক্রবার (১৮ মার্চ) বিকাল ৫টার দিকে একটি ঘরের রান্নার চুলা থেকে অগ্নিকান্ডের সুত্রপাত ঘাটে।

প্রথমে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় দেড়ঘন্টার বেশী সময় ধরে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।

ভিডিও

অগ্নিকান্ডে প্রায় ৫০ লক্ষ টাকারও বেশী ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। ক্ষতিগ্রস্থরা খোলা আকাশের নীচে বসবাস করছে।

স্থানীয় এলাকাবাসী জানায়, শুক্রবার বিকালে একটি বাড়ীর রান্নার চুলা থেকে হঠাৎ আগুনের ফুলকী দেখা যায়। মুহুর্তের মধ্যে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। পাহাড়ের খাজে লেকের পাড় ঘেসা বাড়ী ঘর হওয়ায় আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। লোকজন উপর থেকে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালালেও আগুনের এতো বেশী লেলিহান শিখা বেশী থাকায় আগুন নিয়ন্ত্রনে আনা সম্ভব হয়নি। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। প্রায় দেড় এক ঘন্টা চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

রাঙামাটিতে ভয়াবহ আগুন

রাঙামাটি ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক রফিকুল ইসলাম পাঠক ডট নিউজকে জানান, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আর চেষ্টা চালায়। অগ্নিকান্ডের সুত্রপাত এলাকায় এতো চিপা গলি যে আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়। তার পরও অনেক চেষ্টার পর আমরা আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছি।

অগ্নিকান্ডের ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেছেন রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ কবির হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তাগণ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান জানান, আগুনের খবর পেয়ে আমরা ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেছি। অনেক চিপা গলি হওয়ার কারণে ফায়ার সার্ভিসকে আগুন নেভাতে বেগ পেতে হয়েছে। তিনি বলেন, ক্ষতিগ্রস্থদের সরকারী সহায়তা দেয়া হবে। এছাড়া জরুরী যে কোন সহায়তা প্রশাসনের পক্ষ থেকে তাদের জন্য করা হবে বলে তিনি জানান।

সর্বশেষ

চকবাজারের কুটুমবাড়িকে ৩ লাখ টাকা জরিমানা

বাকলিয়া এক্সেস রোড়ে দুই গ্রুপের সংঘর্ষে যুবদল কর্মী নিহত : আহত ১০

ঘূর্ণিঝড় মোন্থা’র প্রভাবে সারাদেশে ৫ দিন বৃষ্টি হতে পারে

দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক প্রদীপ দাশকে গ্রেপ্তার

মৃত্যুপুরী রাউজান : ১৩ মাসে ১৬ খুন

বঙ্গোপসাগরে নিম্নচাপ, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

রাউজানে সন্ত্রাসীদের গুলিতে যুবদল কর্মী নিহত

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print