
জেলার সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের কেশবপুর এলাকায় অবস্থিত বিএম কন্টেইনার ডিপুতে আগুন লাগার পর ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বহু মানুষের প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির হতাহতের আশঙ্কা করা হচ্ছে।
আজ শনিবার দিবাগত রাত ১১টার পর এ ঘটনা ঘটে। এ বিস্ফোরণে ফায়ার সার্ভিস কর্মী এবং শিল্প পুলিশের সদস্যসহ অন্তত অর্ধশত লোক আহত হয়েছে।
ভয়াবহ বিস্ফোরণে চতুর দিকের অন্তত ৩/৪ কিলোমিটার এলাকা প্রচন্ডভাবে কেঁপে উঠে বিকট শব্দে।
জানাগেছে রাত পৌনে ১১টার দিকে কারখানায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের নগরীর বিভিন্ন ফায়ার স্টেশন থেকে অন্তত ৮টি গাড়ি আগুন নির্বাপণের কাজ করার সময় হঠাৎ সেখানে বিস্ফোরণের ঘটনা ঘটে বলে প্রতক্ষ্যদশীরা জানান।
তবে রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত হতাহত কিংবা ক্ষয়ক্ষতি কোন বিবরণ ফায়ার সার্ভিস কন্ট্রোল রুস জানাতে পারেনি
আমাদের সীতাকুণ্ড প্রতিনিধি কামরুল ইসলাম দুলু জানান, সাবেকপ্রতিষ্ঠান কাসেম জুট মিলে অবস্থিত বিএম ডিপুতে ভয়াবহ বিস্ফোরণে বহু হতাহতের খবর পাওয়া গেছে।
স্থানীয় সুত্রে জানা যায়, বিএম কন্টেইনার ডিপুতে আগুন লাগার ঘটনা ঘটে। এরপর পরই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এসময় আশ পাশের প্রায় ৪/৫ কিলোমিটার বিকট শব্দে কম্পিত হয়। বহু মানুষের বাড়ি ঘরের জানালার গ্লাস ভেঙে যায় বলে জানা যায়।
আগুন নেভাতে কুমিরা ফায়ার সার্ভিসের টিম কাজ করার সময় একের পর এক কন্টেইনার বিস্ফোরিত হয়। জানা যায়, কন্টেইনারগুলোতে ক্যামিকেল ছিল। স্থানীয় এলাকাবাসী জানান, এঘটনায় বহু হতাহতের ঘটনা ঘটতে পারে। একাধিক এ্যাম্বুলেন্স ডিপু থেকে বের হতে দেখা যায়। এ রিপোর্ট লিখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিস।