
সীতাকুণ্ডের বিএম ডিপো থেকে আরো দুটি মরদেহের অংশ বিশেষ উদ্ধার হয়েছে।
আজ মঙ্গলবার (৭জুন) বেলা সাড়ে ১২টার দিকে ৩ দিন ধরে জ্বলতে থাকা কন্টেইনারের পাশ থেকে মরদেহ দুটি উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীরা।
ঘটনাস্থলে এক প্রেস বিফ্রিং এ এ তথ্য জানান ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আনিসুর রহমান। তিনি বলেন, আজ দুপুরে আগুন কিছুটা নিয়ন্ত্রণে এলে কন্টেইনারের পাশ থেকে মরদেহের হাত-পা শরীরের বিভিন্ন অংশ পাওয়া যায়। এগুলো দুইজনের মরদেহ বলে ধারণা করছি। তবে আমরা এখনো নতুন মরদেহ হিসেবে মনে করছি না। কারণ এগুলো আগে উদ্ধার হওয়া মরদেহের অঙ্গ প্রত্যঙ্গ হতে পারে। তবে আমরা এ ব্যাপারে যাছাই বাইন করে বলবো।
পাওয়া মরদেহে অংশ দেখে প্রাথমিক অবস্থা এদের একজন ডিপোর গার্ড অন্যজন ফায়ার কর্মী বলে মনে হচ্ছে।
বিএম কন্টেইনার ডিপোকে সেনাবাহিনী ঝুঁকিমুক্ত করার ঘোষণার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপ-পরিচালক আনিসুর রহমান বলেছেন এটা সেনাবাহিনীর বক্তব্য আমাদের না। তাদের কাছে হয়তো ঝুঁকিমুক্ত মনে হয়েছে। তবে আমরা এটাকে ঝুঁকিমুক্তও বলছি না ঝুঁকিপূর্ণও বলছি না।