
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:
সীতাকুণ্ডের শীতলপুরে শীপব্রেকিং ইয়ার্ডে দুর্ঘটনায় সাদেকুর রহমান বুলবুল (৪৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। তিনি ওই ইয়ার্ডের কাটার হেলপার ছিলেন।
আজ বুধবার (৮ জুন) দুপুর ১টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর চৌধুরীঘাট সমুদ্র উপকুলে অবস্থিত সাগরিকা শীপ ব্রেকিং ইয়ার্ডে পুরাতন জাহাজের এ্যালুমিনিয়ামের টাংকির (বড় ড্রাম) ধাক্কায় এ ঘটনা ঘটে। দুর্ঘটনায় আরও ২ জন আহত হয়েছে।
জানাগেছে, দুপুরে পুরাতন স্ক্র্যাপ জাহাজের কাজ করার সময় এ্যালুমিনিয়ামের ট্যাংক কাটিং করার সময় অসাবধানতা অবস্থায় বুলবুলের গায়ে পড়ে। এসময় তার সহকর্মীরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত) সুমন বণিক বিষয়টি নিশ্চিত করে বলেছেন, শীপ ইয়িার্ডে দুর্ঘটনার কথা শুনেছি। সেখানে আমাদের একটি টিম পাঠানো হয়েছে। তারা থানায় আসলে বিস্তারিত বলতে পারবো।
সাগরিকা শীপ ব্রেকিং ইয়ার্ডের ম্যানেজার শাহাদাত হোসেন, শ্রমিকরা দুপুরে খেতে যাওয়ার আগমূহুর্তে দুর্ঘটনা ঘটে। আমরা আহত শ্রমিককে বিএসবি হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।