
চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানার কাজীর দেউড়ি এলাকায় ছুরিকাঘাতে মঈন উদ্দিন (২৯) নামে এক যুবক খুন হয়েছে।
চট্টগ্রামের পলোগ্রাউন্ডে চলমান মাসব্যাপী বাণিজ্যমেলায় স্টল বরাদ্দের জেরে আজ বৃহস্পতিবার (৯ জুন) ভোরে কাজীর দেউড়ি ২ নম্বর গলিতে এ ঘটনা ঘটে।
ছুরিকাঘাতে এসময় আরও একজন আহত হয়।
নিহত মঈনুদ্দিন চান্দগাঁও থানার পাঠান্যা গুদাম এলাকার আব্দুল মাবুদের ছেলে। আহত মো. মোবারক (২৭) কাজীর দেউড়ি এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, চাঁদাবাজির ঘটনাকে কেন্দ্র করে এ হত্যার ঘটনা ঘটেছে। হত্যাকান্ডের আগে নিহত মঈন উদ্দীনের জন্য মেলায় স্টল বসানোর জন্য চাঁদা চেয়েছিল। এবং এ নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।
আজ ভোরে নিহত মাঈন উদ্দিন মেলার জন্য মালামাল কিনে ঢাকা থেকে চট্টগ্রামে ফিরে বাসায় যাওয়ার সময় প্রতিপক্ষ তাদের ছুরিকাঘাত করে। হাসপাতালে নেয়ার পথে মাঈন উদ্দিনর মৃত্যু হয় বলে এলাকাবাসীরা জানায়।