চট্টগ্রাম মহানগরীর আকবরশাহ থানাধীন কর্নেলহাট এলাকায় বাসের ধাক্কায় মো. জাকির হোসেন (৪৫) নামে এক সংবাদপত্রের হকার নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার সকালে ফুটওভার ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মো. জাকির হোসেন নোয়াখালী জেলার মাইজদী থানার মকবুল হোসেনের ছেলে। তার বাসা ইস্পাহানি এলাকার জনতা কলোনিতে।
আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালি উদ্দিন আকবর বলেন, কর্নেলহাট এলাকায় সকাল পৌনে সাতটার সাইকেল আরোহী মো. জাকির হোসেনকে একটি বাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।