ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সিভাসু’র হল থেকে ৪ শিক্ষার্থী বহিষ্কার নিয়ে প্রকাশিত সংবাদে কর্তৃপক্ষের ভিন্নমত

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

পাঠক ডট নিউজসহ কয়েককটি অনলাইন নিউজ পোর্টাল ও দৈনিকে অনলাইন ভার্সনে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু)তে ৪ শিক্ষার্থীকে হল থেকে বহিস্কার প্রসঙ্গে প্রকাশিত সংবাদ প্রসঙ্গে একটি প্রতিবাদ পাঠিয়েছে সিভাসু কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক (জনসংযোগ ও প্রটোকল) খলিলুর রহমান স্বাক্ষরিত প্রতিবাদপত্রে বলা হয়, “মহানবীকে কটুক্তির প্রতিবাদে মানববন্ধন” করায় সিভাসু’র হল থেকে ৪ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে মর্মে প্রকাশিত সংবাদটি কর্তৃপক্ষের নজরে এসেছে। প্রকাশিত বিভ্রান্তিকর সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছে সিভাসু কর্তৃপক্ষ।

আরও খবর: সিভাসু’র হল থেকে ৪ শিক্ষার্থীকে বহিষ্কার

প্রকৃতপক্ষে, মহানবী (সা:) কে অবমাননা অথবা কটুক্তির প্রতিবাদে কর্মসূচি পালনের অভিযোগে কোন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কটুক্তি, ধর্মীয় উস্কানীমূলক ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী মন্তব্য, গণতন্ত্রপরিপন্থী বিবৃতি প্রদান এবং কয়েকজন শিক্ষকের ব্যাপারে অবমাননাকর মন্তব্য করার সুনির্দিষ্ট অভিযোগে ৪ শিক্ষার্থীকে হল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আনীত সুনির্দিষ্ট অভিযোগের প্রমাণপত্র বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের হাতে রয়েছে।

গত ১৪/০৬/২০২২ তারিখে বিশ^বিদ্যালয়ের রেজিস্ট্রার অফিসের ১৪৭৫নং স্মারকমূলে জারিকৃত অফিস আদেশে বীরমুক্তিযোদ্ধা এম.এ. হান্নান আবাসিক হলের ছাত্র বোরহান উদ্দিন মো: সাজ্জাদ, মোমিন বিন রহিম, তসলিম উদ্দিন ও মোহাম্মদ তানভিরুল ইসলাম-কে উপরোক্ত অভিযোগে হল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়। কিন্তু মানবজমিন ও কয়েকটি অনলাইন পত্রিকায় মহানবী (সা:) কে কটুক্তি বা অবমাননার প্রতিবাদে মানববন্ধন পালন করায় বহিষ্কারের যে অভিযোগ তোলা হয়েছে তা আদৌ সত্য নয়। বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ মনে করে একটি স্পর্শকাতর বিষয়ে মনগড়া সংবাদ পরিবেশন করে বিশ্ববিদ্যালয়ের সুনাম ক্ষুন্ন করার পাশাপাশি ক্যাম্পাসের বিরাজমান শান্ত ও শিক্ষাবান্ধব পরিবেশ বিনষ্টের অপচেষ্টা করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই মর্মে সকলের অবগতির জন্য জানাচ্ছে যে, মহানবী (সা:) কে অবমাননা কিংবা কটুক্তির প্রতিবাদে মানববন্ধন পালন করায় হল থেকে শিক্ষার্থী বহিষ্কার করা হয়নি। যদি তাই হতো-তাহলে শতাধিক শিক্ষার্থীকে বহিষ্কার করার প্রয়োজন হতো। যাদেরকে বহিষ্কার করা হয়েছে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কটুক্তি, ধর্মীয় উস্কানীমূলক ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী মন্তব্য, গণতন্ত্রপরিপন্থী বিবৃতি প্রদান এবং কয়েকজন শিক্ষকের ব্যাপারে অবমাননাকর মন্তব্য করার সুনির্দিষ্ট অভিযোগে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিধি ভঙ্গ করেছেন।

আশাকরি, দায়িত্বশীল গণমাধ্যমসহ সকলের নিকট বিষয়টি স্পষ্ট হয়েছে এবং এই নিয়ে ভুল বোঝাবুঝির অবকাশ থাকবে না।

সর্বশেষ

ঈদযাত্রা নিরাপদ করতে চট্টগ্রামে বিআরটিএ’র বিশেষ অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি

‘মানবিক করিডোর’ নিয়ে জাতিসংঘের সঙ্গে আলোচনা হয়নি: প্রেস সচিব

সিরিয়ার ঋণ শোধ করবে সৌদি-কাতার

ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ

প্রথম চুয়েটের রিফাত আল ইব্রাহিম ⦿কেএসআরএম অ্যাওয়ার্ড পেলেন তিন ভবিষ্যৎ স্থপতি

ভারত-পাকিস্তান ইস্যুতে আগ বাড়িয়ে মধ্যস্থতা করতে চায় না বাংলাদেশঃ পররাষ্ট্র উপদেষ্টা

সন্ধ্যায় ওসমানী বিমানবন্দর থেকে প্রথমবারের মতো উড়াল দেবে কার্গো ফ্লাইট

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print