
চট্টগ্রাম বন্দর দিয়ে আনা একের পর এক মদের চালান ধরা পড়ছে। আজ সোমবার (২৫ জুলাই) চট্টগ্রাম বন্দর থেকে আরও দুই কনটেইনার মদের চালান জব্দ করে চট্টগ্রাম কাস্টমস হাউসের কর্মকর্তারা।
দুপুরে চট্টগ্রাম বন্দরের ডেপুটি কমিশনার (এআইআর শাখা) সাইফুল হক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।তিনি বলেন, আজ আবারো আমরা দুই কনটেইনার ভর্তি মদের চালান জব্দ করেছি। দুই চালানেই বিল অব এন্ট্রি দাখিল করা হয়নি। তার আগেই এআইআর শাখা ও পোর্ট কন্ট্রোল ইউনিট চালান দুটি আটক করে। যেহেতু বিল অব এন্ট্রি দাখিল হয়নি তাই এ দুই চালানে কোন সিএন্ডএফ এজেন্ট জড়িত নেই।
এর আগে গতকাল রবিবার চট্টগ্রাম বন্দর থেকে এক কন্টেইনার এবং আগের দিন বন্দর থেকে খালাস করে নেয়া নারায়ণগঞ্জ ও সোনারগাঁও এলাকা থেকে আরো ২ কন্টেইনারসহ মোট ৫কন্টেইনার মিথ্যা ঘোষণায় আমাদানী করা বিদেশি মদের চালান জব্দ করা হল।
চট্টগ্রাম কাস্টমস হাউস সূত্রে জানা গেছে, চায়না থেকে টেক্সটাইল ইয়ার্ন ঘোষণায় দুই কনটেইনার ভর্তি মদের চালান আমদানি করেন নীলফামারীর উত্তর ইপিজেডের ডং জিন ইন্ডাস্ট্রিয়াল (বিডি) কোম্পানি লিমিটেড ও বাগেরহাট মোংলা ইপিজেডের ভিআইপি ইন্ডাস্ট্রিজ বাংলাদেশ প্রাইভেট লিমিটেড নামের দুটি প্রতিষ্ঠান। এআইআর শাখা পণ্য চালান দুটি লক করে দিয়েছে।
এর আগে গতকাল জব্দ করা কন্টেইনারে ছিল ১৫ হাজার ২০৪ লিটার বিদেশি মদ। চায়না থেকে পলেস্তার আমদানির মিথ্যা ঘোষণা দিয়ে নীলফামারী জেলার উত্তরা ইপিজেডের আমদানিকারক প্রতিষ্ঠান ডং জিন ইন্ডাস্ট্রিয়াল (বিডি) কোম্পানি লিমিটেড এ মদের চালানাআমদানি করেছে বলে জানায় কাস্টমস। এ জালিয়াতির মাধ্যমে প্রতিষ্ঠানটি ১২ কোটি ৪৫ লাখ টাকা রাজস্ব ফাঁকি দেয়ার অপচেষ্টা করে।