ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মোহাম্মদ আলী বাজার এলাকায় বাস-লরি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছে।
আজ বুধবার (৯ নভেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে আরও ১০ যাত্রী আহত হয়েছে। তারা ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল জানান, যাত্রীবাহী একটি বাস চট্টগ্রাম থেকে ঢাকার দিকে যাচ্ছিল। পথে বিপরীতমুখী একটি কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তিনজন মারা যান। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে একজন মারা যান তাদের পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে।
উদ্ধার কাজে ব্যস্ত রয়েছে ফেনী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। উপ-সহকারী পরিচালক পুর্ণ চন্দ্র মুৎসূদ্দী জানান, আইন না মেনে বিপরীত দিক হতে একটি লরি এসে ঢাকামুখী ইউনিক সার্ভিসের একটি বাসকে মাঝ বরাবর আঘাত করে।
মহিপাল হাইওয়ে থানা ওসি জানান, রাস্তা সংস্কারের কাজ চলায় চট্টগ্রামমুখী রাস্তা চলাচল বন্ধ ছিল। লরিটি উল্টো পথে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছিল। এতে এই হতাহতের ঘটনা ঘটে।