![হাটহাজারীতে ঘাড় ভেঙ্গে দিয়ে স্ত্রী হত্যাকারী মোজাম্মেল ভাটিয়ারীতে গ্রেপ্তার 5 হাটহাজারীতে ঘাড় ভেঙ্গে দিয়ে স্ত্রী হত্যাকারী মোজাম্মেল ভাটিয়ারীতে গ্রেপ্তার](https://i0.wp.com/www.paathok.news/assets/files/2022/11/5.jpeg?resize=800%2C464&ssl=1)
জেলার হাটহাজারীতে স্ত্রীকে শ্বাসরোধ ও ঘাড় ভেঙ্গে হত্যাকারী স্বামী মোঃ মোজাম্মেল হোসেনকে সীতাকুণ্ডের ভাটিয়ারী থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
গতকাল শনিবার বিকেলে তাকে গ্রেপ্তার করা হলেও আজ রবিবার (১৩ নভেম্বর) বিকেলে র্যাব-৭ গণমাধ্যমকে নিশ্চিত করেন।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার জানান, উক্ত আসামীকে গ্রেপ্তারের গোয়েন্দা নজরদারী অব্যাহত রাখে। তারই অংশ হিসেবে শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে সীতাকুণ্ড থানাধীন ভাটিয়ারী এলাকায় অভিযান পরিচালনা করে স্ত্রী হত্যা মামলার প্রধান মোজাম্মেল হোসেন (৪০)কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মোজাম্মেল সাতকানিয়া থানার কেউচিয়া এলাকার ছিদ্দিক আহমদের ছেলে।
![হাটহাজারীতে ঘাড় ভেঙ্গে দিয়ে স্ত্রী হত্যাকারী মোজাম্মেল ভাটিয়ারীতে গ্রেপ্তার 1 হাটহাজারীতে ঘাড় ভেঙ্গে দিয়ে স্ত্রী হত্যাকারী মোজাম্মেল ভাটিয়ারীতে গ্রেপ্তার](https://i0.wp.com/www.paathok.news/assets/files/2022/11/1.jpeg?resize=800%2C566&ssl=1)
র্যাব জানায়, গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে আসামী জানায়, প্রায় ২ বছর পূর্বে নিহত ভিকটিম লাকির সাথে মোজাম্মেল হোসেন এর প্রেমের সম্পর্ক গড়ে উঠে এবং পরিবারের লোকজনকে না জানিয়ে তারা বিয়ে করে চট্টগ্রাম শহরে একটি ভাড়া বাসায় বসবাস করতে থাকে। লাকি হাটহাজারীর মেখল ইউনিয়নের ৩নং ওয়ার্ড কাইয়ুম মেম্বারের বাড়ির মৃত ফজল করিমের মেয়ে।
জানা গেছে, কিছুদিন যেতেই পারিবারিক কলহের জের ধরে লাকি একা তার ভাইয়ের বাড়িতে চলে আসে এবং পারিবারেব লোকদেরকে জানায় তার স্বামীর সাথে মনোমালিন্য চলছে। ভিকটিম লাকি তার ভাইয়ের বাড়ীতে আসার পর থেকে মোজাম্মেল তার সাথে মোবাইল ফোনে যোগাযোগ করে ফিরে আসার জন্য অনুরোধ করে এবং তাকে আশ্বস্ত করে যে, সে আর কখনো তার সাথে খারাপ ব্যবহার করবে না। পরে তারা হাটহাজারী পৌর এলাকার ৬নং ওয়ার্ডের সুবেদার পুকুরপাড় রশিদ মঞ্জিলে বাসা নেয়।
স্বামীর আশ্বাসে গত ২৮ জুলাই ২০২২ লাকি তার স্বামী মোজাম্মেল এর ভাড়া বাসায় ফিরে যায়। ভিকটিম স্বামীর বাসায় ফিরে আসার পর পূনরায় তাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া হয় এবং ঝগড়ার এক পর্যায়ে মোজাম্মেল ভিকটিমকে শ্বাসরোধ করে হত্যা করে এবং ঘাড় ভেংগে দেয়। ৩০ জুলাই দুপুরে ওই বাসা থেকে ঘাড় ভাংগা অবস্থায় লাকির মরদেহ উদ্ধার করা হয়। হত্যাকান্ডের পর থেকে স্বামী মোজাম্মেল ঘটনাস্থল থেকে পলাতক ছিল। এই হত্যাকান্ডের ঘটনায় নিহত লাকির ভাই বাদী হয়ে স্বামী মোঃ মোজাম্মেল হোসেন এবং অজ্ঞাতনামা আরও ১/২জনকে আসামী করে হাটহাজারী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন করেন।