চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেছেন, জনগণ থেকে বিচ্ছিন্ন আওয়ামী লীগ, তাদের সঙ্গে জনগণ নেই। তাই জনগণকে সঙ্গে নিয়ে তাদের কিছু করার ক্ষমতাও নেই। সারাদেশে বিএনপির নেতৃত্বে ফ্যাসিষ্ট সরকার বিরোধী যে গণজোয়ার সৃষ্টি হয়েছে তা বাধাগ্রাস্থ করতে সরকার সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। প্রশাসনকে ব্যবহার করে মহিলা দলের সাধারন সম্পাদক সুলতানা আহমদ সহ সিনিয়র নেতাকর্মীদের গ্রেফতার করে জণজোয়ার ঠেকানোর চেষ্টা করছে। সন্ত্রাস ও গ্রেফতারের ভয় দেখিয়ে কোন লাভ হবে। বিএনপির নেতাকর্মীরা মামলা,হামলা ও গ্রেফতারকে ভয় পায়না। সরকারের জলুম নির্যাতন সহ্য করতে করতে সবাই খাটি সোনায় পরিণত হয়েছে। বিএনপির নেতাকর্মীরা অবৈধ অগনতান্ত্রিক, লুটেরার সরকারের পতন নিশ্চিৎ না করে ঘরে ফিরে যাবেনা। এই সরকার গ্রেফতার, সন্ত্রাস, সভা সমাবেশে যত বাধা দিতে আন্দোলন তত বেগবনা হবে।
তিনি আজ রবিবার (১৩ নভেম্বর) দুপুরে নগরীর নূর আহমদ সড়কের নাসিমন ভবনের সামনে জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুলতানা আহমদকে অন্যায়ভাবে গ্রেফতারের প্রতিবাদে ও নিঃশর্ত মুক্তির দাবিতে মহানগর মহিলা দল আয়োজত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত বক্তব্য রাখেন।
চট্টগ্রাম মহানগর মহিলা দলের সাবেক সভাপতি মনোয়ারা বেগম মনির সভাপতিত্বে ও সাবেক সাধারন সম্পাদক জেলী চৌধুরী পরিচালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন মহিলা দল নেত্রী খালেদা বোরহান, মারিয়া সেলিম, সখিনা বেগম, কামরুন নাহার লিজা, জাহানারা বেগম, নারগিস আক্তার, জুলেখা বেগম জুলি, পারভীন আক্তার ফারহানা(রোজা), নূর জাহান বেগম নূপুর, কামরুন নেছা, শামসুন নাহার, ফরিদা ইয়াসমিন, এড.আশরাফি বিনতে মোতালেব, এড.অয়েশা আক্তার সানজি, জুলেখা বেগম জুলি, আফরোজা আক্তার, রিনা বেগম, শামীমা আক্তার, রোজী আকতার, ইয়াছমিন আকতার, পারভীন আকতার, নাছিমা আকতার,আয়েশা আকতার, তিসা আকতার প্রমূখ।