ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চবিতে ৮দফা দাবিতে আবাসিক হলে তালা দিল শিক্ষার্থীরা

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) অব্যবস্থাপনা নিরসনের দাবিতে একটি আবাসিক হলের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন ছাত্ররা।

আজ সোমবার সকাল সাড়ে ১০টায় ০৮ দফা দাবিতে বিশ্ববিদ্যালয়ের আলাওল হলে এ ঘটনা ঘটে। হল প্রাধ্যক্ষর আশ্বাসে দুপুর সাড়ে ১২টার দিকে ছাত্ররা তালা খুলে দেন।

ছাত্রদের দাবিগুলো হলো- হলের শৌচাগার সংস্কার, সুপেয় পানির ব্যবস্থা করা, পানির ট্যাংক মাসে ন্যূনতম একবার পরিষ্কার করা, গোসলের জন্য নির্মিত হাউস (ছোট সুইমিংপুল) নিয়মিত পরিষ্কার রাখা, পুরো হলে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা নিশ্চিত করা, হলের চারপাশ পরিষ্কার রাখা, চলমান সংস্কারকাজ দ্রুত শেষ করা, হলের কর্মচারীদের কাজের তদারকি ও কাজের গাফিলতি হলে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া। সাত কর্মদিবসের মধ্যে এসব সমস্যার সমাধান দাবি করেন ছাত্ররা।

আলাওল হলের শিক্ষার্থী এমদাদুল হক বলেন, হলের শৌচাগার নিয়মিত পরিষ্কার করা হয় না। পানির সমস্যায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সমস্যাও হচ্ছে । আবার বেশির ভাগ সময় পানি থাকে না। সুপেয় পানির ব্যবস্থা নেই। ট্যাংক থেকে যে পানি আসে, তাতে ময়লা থাকে।

হলের আরেক শিক্ষার্থী সুমন মিয়া বলেন, হলের খাবারের মান খুবই খারাপ। যথাযথ ইন্টারনেট সেবাও নেই। মাঠ খেলার অনুপযোগী, চারপাশ অপরিচ্ছন্ন। হল কর্তৃপক্ষকে এসব সমস্যার কথা বারবার জানানো হয়েছে। কিন্তু তারা কোনো ব্যবস্থা নেয়নি।

অবস্থানরত শিক্ষার্থীরা জানান, তালা দেওয়ার প্রায় দুই ঘণ্টা পর দুপুর সাড়ে ১২টার দিকে হলের প্রাধ্যক্ষ তাদের সমস্যা সমাধানের আশ্বাস দেন। আগামীকাল মঙ্গলবারের মধ্যে হলে সুপেয় পানির ব্যবস্থা করার ঘোষণা দেন তিনি। শিক্ষার্থীদের মধ্য থেকে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল করার প্রস্তাব দেওয়া হয়েছে। এই প্রতিনিধিদল শিক্ষার্থীদের চাহিদার কথা প্রাধ্যক্ষকে জানাবে। পরে প্রাধ্যক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

আলাওল হলের প্রাধ্যক্ষ মোহাম্মদ ফরিদুল আলম বলেন, আমরা শিক্ষার্থীদের সঙ্গে সভা করেছি। সমস্যাগুলোর দ্রুত সমাধান করা হবে। সংস্কার কাজ চলার কারণে শিক্ষার্থীদের কিছুটা ভোগান্তি হচ্ছে।

সর্বশেষ

ঈদযাত্রা নিরাপদ করতে চট্টগ্রামে বিআরটিএ’র বিশেষ অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি

‘মানবিক করিডোর’ নিয়ে জাতিসংঘের সঙ্গে আলোচনা হয়নি: প্রেস সচিব

সিরিয়ার ঋণ শোধ করবে সৌদি-কাতার

ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ

প্রথম চুয়েটের রিফাত আল ইব্রাহিম ⦿কেএসআরএম অ্যাওয়ার্ড পেলেন তিন ভবিষ্যৎ স্থপতি

ভারত-পাকিস্তান ইস্যুতে আগ বাড়িয়ে মধ্যস্থতা করতে চায় না বাংলাদেশঃ পররাষ্ট্র উপদেষ্টা

সন্ধ্যায় ওসমানী বিমানবন্দর থেকে প্রথমবারের মতো উড়াল দেবে কার্গো ফ্লাইট

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print