ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

প্রেমিকাকে হত্যার পর ৩৫ টুকরো দেহ ফ্রিজে রেখেও ফ্ল্যাটে মেয়ে আনতেন আফতাব

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

0910e6962bf82a9ba1d9a34d58a25149 6373ba7aa30d2 প্রেমিকাকে হত্যার পর ৩৫ টুকরো দেহ ফ্রিজে রেখেও ফ্ল্যাটে মেয়ে আনতেন আফতাব
.

ভারতের রাজধানীর দিল্লির মেহরুলিতে লিভ-ইন পার্টনার শ্রদ্ধাকে শ্বাসরোধ করে হত্যা করেন প্রেমিক আফতাব আমীন। জানা যায়, হত্যাকাণ্ডের কয়েকদিন পর অন্য এক নারীকে তার অ্যাপার্টমেন্টে নিয়ে আসেন তিনি। তখনও শ্রদ্ধার শরীরের টুকরো ফ্রিজে রাখা ছিল। খবর এনডিটিভির।

অ্যাপার্টমেন্টে শ্রদ্ধার শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ থাকার সময় তিনি আরও নারী বাড়িতে নিয়ে আসতেন কি না তা তদন্ত করছে দিল্লি পুলিশ। পুলিশ ডেটিং অ্যাপ ‘বাম্বল’ থেকে আফতাবের প্রোফাইল বিশ্লেষণ করছে বলে সূত্র জানিয়েছে।

দেশটির পুলিশ সূত্র জানিয়েছে, শ্রদ্ধাকে হত্যার প্রায় ১৫-২০ দিন পরে আফতাব পুনাওয়ালা একই অ্যাপ ব্যবহার করে আরেক নারীর সঙ্গে দেখা করেন। এরপর তার সঙ্গে ডেটিং শুরু করেন।

আফতাবের প্রতিবেশীরা পুলিশকে জানায়, তার (আফতাব) বাসায় আরও নারী আসা যাওয়া করতেন। এক নারী প্রতিবেশী বলেন, আফতাব কখনও কারো সঙ্গে মিশতেন না, সবসময় দূরে থাকতেন। তাদের বাড়িতে পার্টি হতো, কিন্তু গেট সবসময় বন্ধ থাকত। তার বাড়িতে একাধিক নারী আসতেন, এমনকি দুই-তিন সপ্তাহ আগেও পাঁচ-ছয়জন নারী আসেন।

এনডিটিভি বলছে, আফতাব শেফ হিসেবে প্রশিক্ষণ নিয়েছিলেন। এমনকি তিনি শ্রদ্ধার শরীর টুকরো করার আগে কীভাবে রক্তের দাগ পরিষ্কার করতে হবে এবং দেহ ব্যবচ্ছেদ করতে হবে তা গুগল করেন। তবে হত্যাকাণ্ডে তিনি যে ছুরিটি ব্যবহার করেছেন পুলিশ তা এখনও উদ্ধার করতে পারে নি।

শ্রদ্ধার হত্যাকাণ্ড ধামাচাপা দিতে, আফতাব তার (শ্রদ্ধা) বন্ধুদের সঙ্গে ইন্সটাগ্রামের মাধ্যমে নিয়মিত যোগাযোগ রাখতো। তবে, দুই মাসেরও বেশি সময় ধরে ফোন বন্ধ থাকায় শ্রদ্ধার বন্ধুরা আফতাবকে সন্দেহ করতে শুরু করে।

২৮ বছর বয়সী আফতাব আমীন পুনাওয়লার সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন ২৬ বছর বয়সী শ্রদ্ধা। তারা মেহরুলিতে লিভ-ইন করতেন। আফতাবকে বিয়ের জন্য চাপ দিতেন শ্রদ্ধা। আর এই ঘটনাকে কেন্দ্র করে প্রেমিকা শ্রদ্ধা ওয়াকারকে ১৮ মে তারিখে শ্বাসরোধ করে হত্যা করে। তারপর তার দেহকে করাত দিয়ে ৩৫ টুকরা করেন। টুকরাগুলো রাখার জন্য ৩০০ লিটারের ফ্রিজ কিনেন আফতাব। এরপর টানা ১৮ দিন ধরে রাত ২ টার পর টুকরাগুলো জঙ্গলে ফেলে দিতেন। বর্তমানে জেলে আছেন আফতাব। এই ঘটনার বিস্তারিত তদন্ত করছে দিল্লি পুলিশ।

সর্বশেষ

বিসিবির ক্রিকেট অপারেশন্স ও নারী উইংয়ের চেয়ারম্যান ফাহিম

২টি নতুন কারখানা ‘লিড’ সনদ পেয়েছে

দেশকে গড়ে তুলতে নৈতিকতা সম্পন্ন মানুষ হওয়ার বিকল্প নেইঃ ডিএমপি কমিশনার

বিশ ব্যাশে আসছে অদ্ভূত নিয়ম, ৬ বল ডট দিলে আউট, এক বলে নেয়া যাবে ২ উইকেট!

শীতে ঘরের জীর্ণ গাছের যত্ন নিতে করণীয়

‘ফ্রেন্ডস’ তারকা জেনিফারের সঙ্গে ওবামার প্রেমের গুঞ্জন

গুজব ছড়িয়ে শিল্পখাতকে অস্থিতিশীল করার চেষ্টা, সতর্ক থাকতে বলল সিএমপি

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print