
চট্টগ্রাম মহানগরের বায়েজিদ থানার অক্সিজেন এলাকার একটি কাগজ তৈরীর কারখানায় ভায়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কারখানাটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আড়াই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এসেছে।
আজ বুধবার (১৬ নভেম্বর) ভোর ৫টা ১০ মিনিটের দিকে ম্যাক পেপার এন্ড বোর্ড মিলস লিমিটেড নামে এ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে বলে জানা গেছে। আগুনে কারখানায় ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও কোন হতহতের ঘটনা ঘটেনি।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. এনামুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ভোর ৫টা ১০ মিনিটের দিকে অক্সিজেন এলাকার একটি পেপার তৈরীর ফ্যাক্টরিতে আগুন লাগার খবর আসে। প্রথমে বায়োজিদ স্টেশন থেকে একটা ইউনিট গিয়ে কাজ শুরু করে। আগুন নিয়ন্ত্রণে আনতে না পারায় পরে কালুরঘাট ও আগ্রাবাদসহ মোট ৬টি ইউনিট কাজ করে প্রায় আড়াইঘণ্টা পর আগুন প্রাথমিকভাবে নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।
ক্ষতিগ্রস্থ ম্যাক পেপার এন্ড বোর্ড মিলস লিমিটেড এর পরিচালক মোহাম্মদ ইমরান বলেন, আমাদের কারখানায় পুরানো কার্টন থেকে পেপার তৈরী হয়। রাতে কারখানা বন্ধ থাকে। তাই কোন শ্রমিক হতাহত হয়নি। আগুনে আমাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কি পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে তা হিসেব করে বলা হবে।