ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

ঢাকার দর্শকদের চরম হতাশ করলেন নোরা ফাতেহি

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চরম নাটকীয়তার পর অবশেষে দ্বিতীয়বারের মতো বাংলাদেশে এলেন বলিউড তারকা নোরা ফাতেহি।  শুক্রবার (১৮ নভেম্বর) বিকেলে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিতে প্রধান আকর্ষণ হয়ে ঢাকায় আসেন এই লাস্যময়ী তারকা।  নোরার ঢাকা সফর নিয়ে আলোচনা-সমালোচনার যেন শেষ নেই। তর্ক-বিতর্ক আর সব বাধা পেরিয়ে অবশেষে এলেন নোরা।

দিলবার দিলবার গানের তালে মঞ্চে উঠেন রাত সাড়ে নয়টায়। বসুন্ধরা কনভেনশন হল তখন উচ্ছ্বাস আর উত্তেজনায় মাতোয়ারা। শীতের রাত যেন উষ্ণ হয়ে উঠল নোরার হাসি আর রুপের জেল্লায়। নোরা হাত নেড়ে সবাইকে ভালোবাসা ছড়িয়ে দিলেন। নোরার ঢাকায় আগমন নিয়ে উচ্ছ্বসিত ছিল তার ভক্তরা। সংক্ষিপ্ত বক্তব্য শেষে নোরা অ্যাওয়ার্ড প্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দেন।

.

আগত দর্শকদের প্রত্যাশা ছিল, নোরা হয়ত পুরস্কার দেওয়া শেষ হলেই মঞ্চে কোমর দোলাবেন। কিন্তু শেষ পর্যন্ত সেটা হয়নি। কোনো নাচে অংশ নেননি তিনি। নোরাকে দেখতে মোটা অংকের টিকিট কেটে এন্ট্রি পাস নিতে হয় দর্শক-ভক্তদের। তবে তার কোমর দোলানো না দেখতে পেরে হতাশ হয়েছেন উপস্থিত দর্শকরা।

মঞ্চে উঠে বক্তব্যে নোরা বলেন, ঢাকায় আসতে পেরে আমি সত্যি অনেক আনন্দিত। দ্বিতীয়বারের মতো আমার এখানে আসা। উপস্থিত সবাইকে উড়ন্ত চুমু ছুড়ে দিয়ে বলেন, এত সুন্দর রাতের জন্য সবাইকে অনেক ধন্যবাদ। বাংলাদেশের আতিথেয়তা আমাকে মুগ্ধ করেছে। আবার আসতে চান বলেও জানান- এই অভিনেত্রী।

এদিন দুপুর ২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন এই বলিউড অভিনেত্রী। সেখানে গোলাপি ট্রাউজার ও হুডি, সঙ্গে কালো রোদচশমায় বেশ ফুরফুরে মেজাজে দেখা গেছে তাকে।

আরও খবর: ঢাকায় এলেন আইটেম গার্ল নোরা ফাতেহি

এর আগে, রাজস্ব আইন ও বিধি না মানায় ভারতীয় অভিনেত্রী নোরা ফাতেহির অনুষ্ঠানে নিষেধাজ্ঞা দেয় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সেসব জটিলতা কাটিয়ে অবশেষে ঢাকা এলেন নোরা।

জানা গেছে, কাতার বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন নোরা ফাতেহি। শনিবার বাংলাদেশ থেকেই কাতারের উদ্দেশে রওনা দেবেন এই গ্ল্যামার গার্ল।

প্রসঙ্গত, বলিউডের সেরা নারী নৃত্যশিল্পীদের একজন নোরা। আইটেম গানের শিল্পী হিসেবে নোরা বলিউডের বেশ কিছু সিনেমাতে নজর কেড়েছেন। সেগুলোর মধ্যে রয়েছে ‘বাহুবলি : দ্য বিগিনিং’, ‘কিক টু’, ‘শের’, ‘লোফার’, ‘সত্যমেভ জয়তে’, ‘স্ত্রী’, ‘ভারত’, ‘বাটলা হাউস’।

হিন্দির পাশাপাশি দক্ষিণী সিনেমায়ও নোরা সমান দক্ষ। তেলুগু, মালয়ালম এবং তামিল সিনেমাতেও তার সরব উপস্থিতি নজর কাড়ে। তবে কেবল বড় পর্দায়ই নয়, ছোট পর্দা এবং মিউজিক ভিডিওতেও সমান জনপ্রিয় তিনি। ‘বিগ বস ৯’, ‘ঝলক দিখলা জা’, ‘কমেডি নাইটস’, ‘এমটিভি ট্রল পুলিশ’সহ অন্যান্য রিয়েলিটি শোতেও তার পারফরম্যান্স নজরকাড়া।

সর্বশেষ

ঈদযাত্রা নিরাপদ করতে চট্টগ্রামে বিআরটিএ’র বিশেষ অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি

‘মানবিক করিডোর’ নিয়ে জাতিসংঘের সঙ্গে আলোচনা হয়নি: প্রেস সচিব

সিরিয়ার ঋণ শোধ করবে সৌদি-কাতার

ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ

প্রথম চুয়েটের রিফাত আল ইব্রাহিম ⦿কেএসআরএম অ্যাওয়ার্ড পেলেন তিন ভবিষ্যৎ স্থপতি

ভারত-পাকিস্তান ইস্যুতে আগ বাড়িয়ে মধ্যস্থতা করতে চায় না বাংলাদেশঃ পররাষ্ট্র উপদেষ্টা

সন্ধ্যায় ওসমানী বিমানবন্দর থেকে প্রথমবারের মতো উড়াল দেবে কার্গো ফ্লাইট

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print