নির্ধারিত সময়ের এক ঘণ্টা আগেই কুমিল্লায় বিএনপির বিভাগীয় গণসমাবেশ শুরু হয়েছে। শনিবার বেলা ১১টায় টাউন হল মাঠে এ সমাবেশ শুরু হয়। যদিও সমাবেশের নির্ধারিত সময় ছিল দুপুর ১২টা। ফলে নির্ধারিত সময়ের এক ঘণ্টা আগেই সমাবেশ শুরু হয়েছে।
বেলা ১১টায় পবিত্র কোরআন তিলাওয়াত ও মোনাজাত দিয়ে সমাবেশের কাজ শুরু হয়। পরে গীতা ও ত্রিপিটক পাঠ করা হয়। এরপর দলীয় সংগীত পরিবেশ করে জাসাসের শিল্পীরা।
সমাবেশ শুরুর আগেই কানায় কানায় ভরে গেছে সমাবেশস্থল টাউনহল মাঠ। সমাবেশের শুরুতে বক্তব্য রাখছেন জেলা বিএনপি ও স্থানীয় নেতাকর্মীরা। দুপুরের পর সমাবেশের মূল অধিবেশন শুরু হবে। দুপুর ২টার পর থেকে দলের সিনিয়র ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য শুরু করার কথা রয়েছে।