রমজান মাসকে সামনে রেখে চট্টগ্রামে খোলা বাজারে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি)।
রবিবার (২৯ মে) সকাল থেকে নগরীর বিভিন্ন পয়েন্টে ১০টি ট্রাকে করে এসব পণ্য বিক্রি শুরু হয়েছে।
নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে সারাদেশের মত চট্টগ্রামেও খোলাবাজারে পণ্য বিক্রি শুরু করেছে বলে জানান টিসিবির কর্মকর্তারা।
খোলা বাজারে ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি হচ্ছে- নগরীর জামালখান প্রেস ক্লাব জেলা প্রশাসকের কার্যালয়, কাস্টম মোড়, নাসিরাবাদ (পূর্বকোণ অফিস সংলগ্ন), ষোলশহর দুই নম্বর গেট, টাইগারপাস মোড়, আগ্রাবাদ জাতিতাত্ত্বিক জাদুঘর মোড়, সিজিও বিল্ডিং গেট, অলংকার মোড় এবং ইপিজেড মোড়।
টিসিবির চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের প্রধান সুজাউদদৌলা জানান, পূর্ব ঘোষণা অনুযায়ী, রবিবার ১০ জন ডিলারের মাধ্যমে ১০টি ট্রাক নগরীর বিভিন্ন পয়েন্টে পাঠানো হয়েছে। সকাল ১০টার পর ব্যাংকে টাকা জমা দেওয়ার পরপরই ডিলাররা পণ্য বোঝাই করে একে একে নির্ধারিত পয়েন্টে চলে গেছেন।
তিনি আরও জানান, প্রতিটি ট্রাকে ৩০০-৪০০ কেজি চিনি, ১৫০-২০০ কেজি ডাল, ৩০০-৪০০ লিটার তেল, ৪০০-৮০০ কেজি ছোলা ও ৫০ কেজি করে খেজুর থাকবে।
ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে মোট পাঁচটি পণ্য বিক্রি করা হচ্ছে। এর মধ্যে প্রতি কেজি দেশি চিনি ৪৮ টাকায় (জনপ্রতি সর্বোচ্চ চার কেজি), মসুর ডাল ৯০ টাকা (জনপ্রতি দুই কেজি), ছোলা ৭০ টাকায় (জনপ্রতি পাঁচ কেজি), খেজুর ৯০ টাকায় (জনপ্রতি এক কেজি), সয়াবিন তেল প্রতি লিটার ৮০ টাকায় (জনপ্রতি পাঁচ লিটার) বিক্রি করা হচ্ছে।
জানা যায়, রমজানের অত্যাবশ্যকীয় ভোগ্যপণ্য বাজার মূল্যের চেয়ে অনেক কম দামে ভালো পণ্য সরবরাহ করায় প্রথম দিনেই টিসিবির পণ্যের প্রতি ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে।