
জেলার সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নামা (৬০) এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাড়বকুণ্ড ইউনিয়নের পিএইচপি গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সকালে রাস্তা পার হওয়ার সময় এক বৃদ্ধ ব্যক্তি চট্টগ্রামমুখী পিকআপ ভ্যানের নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
বার আউলিয়া হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) উজ্জ্বল ঘোষ বলেন, দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে এক অজ্ঞাতনামা ব্যাক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর চালক পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে পিকআপটি জব্দ করে ফাঁড়িতে রাখা হয়েছ। তার পরিচয় পাওয়া চেষ্টা করছি।