দক্ষিণ আফ্রিকার কেপটাউন শহরে সড়ক দুর্ঘটনায় আহত ফেনীর মিলনের মৃত্যু হয়েছে। সোমবার (২৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় রাত ৯টার দিকে আফ্রিকার জর্জ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
দাগনভূঁঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার তানিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
মৃত আনিসুল হক ওরফে মিলন দাগনভূঁঞা উপজেলার মাতুভূঁঞা ইউনিয়নের রামানন্দপুর গ্রামের বাহার মিয়ার ছেলে।
ওই সড়ক দুর্ঘটনায় আরো পাঁচ বাংলাদেশী নিহত হয়েছেন। তারা হলেন ফেনী সদরের পাঁচগাছিয়া ইউনিয়নের বিরলী গ্রামের শরিয়ত উল্লাহর ছেলে ইসমাইল হোসেন (৩২), দাগনভূঁঞা উপজেলার দক্ষিণ নেয়াজপুর গ্রামের রাজু আহমেদ (৩৪), একই উপজেলার মাতুভূঁঞা ইউনিয়নের মমারিজপুর গ্রামের মো: মোস্তফা (৪০), সোনাগাজী উপজেলার চর মজলিশপুর ইউনিয়নের দক্ষিণ চরমজলিশপুর গ্রামের আবুল হোসেন (৪৫) ও নাদিম হোসেন (১০)।
নিহতের ছোট ভাই রিমন মিয়াজী জানান, ‘আমার বড় ভাই মিলন ১৩ বছর ধরে আফ্রিকায় থাকেন। গত কয়েক দিন আগে মোবাইল ফোনের মাধ্যমে বিয়েও করেছিলেন। কিন্তু নতুন বউকে ঘরে তোলা হলো না। তিন ভাই-বোনের মধ্যে সবার বড় ছিলেন তিনি।’