ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

পাকিস্তানে চাকরি হারাবে লক্ষাধিক মানুষ!

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

ডলার সংকটে প্রয়োজনীয় কাঁচামাল আনতে না পারায় স্থবির হয়ে পড়েছে পাকিস্তানের শিল্প খাত। অনেক কলকারখানা উৎপাদন কমিয়ে দিয়েছে। কিছু কিছু প্রতিষ্ঠান বন্ধই হয়ে গেছে। এমন পরিস্থিতিতে চাকরি হারানোর শঙ্কায় পড়েছেন লাখো মানুষ।

অর্থনৈতিক দুরবস্থার সবচেয়ে বড় প্রভাব পড়েছে পাকিস্তানের টেক্সটাইল খাতে। ন্যাশনাল ট্রেড ইউনিয়ন ফেডারেশন পাকিস্তানের (এনটিইউএফ) মহাসচিব নাসির মানসুর বলেছেন, নতুন করে কমপক্ষে ১০ লাখ কর্মী (ইনফর্মাল ওয়ার্কার) চাকরি হারাবেন। যার বেশিরভাগ হবে টেক্সটাইল খাতের।

এশিয়ার অন্যতম বড় টেক্সটাইল পণ্য উৎপাদন ও রপ্তানিকারক দেশ পাকিস্তানের টেক্সটাইল পণ্য রপ্তানির পরিমাণ ১৪ দশমিক ৮ শতাংশ কমেছে। ২০২২ সালের জানুয়ারিতে ১ দশমিক ৫ বিলিয়ন ডলারের টেক্সটাইল পণ্য রপ্তানি করেছিল ইসলামাবাদ। কিন্তু ২০২৩ সালের জানুয়ারিতে রপ্তানির পরিমাণ ছিল ১ দশমিক বিলিয়ন ডলার।

এর আগে ২০২২ সালে ভয়াবহ বন্যার কবলে পড়ে পাকিস্তান। এই বন্যায় দেশটির ৪৫ ভাগ তুলা ভেসে যায়। ক্ষতি পুষিয়ে নিতে এবং উৎপাদন অব্যাহত রাখতে বিদেশ থেকে তুলা আমদানি করা ছাড়া আর কোনো উপায় ছিল না। কিন্তু আমদানিতে বিধিনিষেধ আরোপ করায় সেটিও সম্ভব হচ্ছে না।

এ বছরের শুরুতেই একটি সংবাদ সম্মেলনে টেক্সটাইল অ্যাসোসিয়েশন জানিয়েছিল, এ শিল্পের সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত ৭০ লাখ মানুষ ইতোমধ্যে কর্মহীন হয়ে পড়েছেন।

এরপর বড় ধাক্কা পড়েছে অটোমোবাইল ও যন্ত্রাংশ উৎপাদন শিল্পে। বেঁচা-কেনা কমে যাওয়ায় এই খাতের সঙ্গে সংশ্লিষ্ট ২৫ থেকে ৩০ হাজার মানুষ কাজ হারিয়েছেন। মূলত আমদানি নির্ভর শিল্পগুলো সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এছাড়া বন্যার বিরুপ প্রভাব পড়েছে কৃষি খাতেও। যেসব কৃষি প্রতিষ্ঠান এখনো ছাঁটাই শুরু করেনি, সেসব প্রতিষ্ঠান শিগগিরই তা শুরু করবে বলে আশঙ্কা করা হচ্ছে। কৃষির সঙ্গে জড়িতও অনেকে কর্মহীন হয়ে পড়বে।

ফেডারেশন অব পাকিস্তান চেম্বার্স অব কমার্স ইন্ড্রাস্টির (এফপিসিসিআই) প্রেসিডেন্ট ইরফান ইকবাল জানিয়েছেন, অর্থনীতিতে গতিশীলতা আনতে অবশ্যই আমদানি সচল রাখতে হবে। এছাড়া অন্য কোনো উপায় নেই। তিনি পাকিস্তান সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন, বিদেশ থেকে পণ্য আমদানির ওপর আরোপিত ‘অঘোষিত’ নিষেধাজ্ঞা যেন তুলে দেওয়া হয়।

সূত্র: দ্য নিউজ

সর্বশেষ

ঈদযাত্রা নিরাপদ করতে চট্টগ্রামে বিআরটিএ’র বিশেষ অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি

‘মানবিক করিডোর’ নিয়ে জাতিসংঘের সঙ্গে আলোচনা হয়নি: প্রেস সচিব

সিরিয়ার ঋণ শোধ করবে সৌদি-কাতার

ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ

প্রথম চুয়েটের রিফাত আল ইব্রাহিম ⦿কেএসআরএম অ্যাওয়ার্ড পেলেন তিন ভবিষ্যৎ স্থপতি

ভারত-পাকিস্তান ইস্যুতে আগ বাড়িয়ে মধ্যস্থতা করতে চায় না বাংলাদেশঃ পররাষ্ট্র উপদেষ্টা

সন্ধ্যায় ওসমানী বিমানবন্দর থেকে প্রথমবারের মতো উড়াল দেবে কার্গো ফ্লাইট

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print