
চট্টগ্রামের বাঁশখালীর গণ্ডামারা ইউনিয়নের ১নং ওয়ার্ডের সমিতি ঘোনা নামক সমুদ্র উপকূল অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ২৫ থেকে -২৬ বছর।
আজ বুধবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
তবে জেলেদের তথ্যমতে ধারণা করা হচ্ছে, ১০-১২ দিন আগে দুই ট্রলারের সংঘর্ষে এক জেলে সাগরে ছিঁটকে পড়েছিলেন লাশটি ওই ব্যক্তির।
শরীরে কোন ধরনের আঘাতের চিন্হ পাওয়া যায়নি।
পুলিশ জানায়, জেলেদের মাধ্যমে থানায় খবর আসে সমুদ্র চরে একটি মরদেহ পড়ে রয়েছে। থানার পরিদর্শক তদন্ত সুধাংশু শেখর হাওলাদারের নেতৃত্বে পুলিশের একটি টিম সুরতহাল করে লাশটি উদ্ধার করে। তবে লাশটি কিভাবে এলো তা জানা যায়নি।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ মো. কামাল উদ্দিন বলেন, স্থানীয় জলেদের কাছ থেকে খবর পেয়ে সাগরের বালু চরে আটকে থাকা অজ্ঞাত মরদেহটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে তার শরীরে কোন ধরনের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লাশটি ময়না তদন্তের জন্য চট্টগ্রাম চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। পরিচয় নিশ্চিতের জন্য বিভিন্ন থানায় বেতার বার্তা পাঠানো হয়েছে।