দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশের ৩৩৮টি থানার ওসিকে একযোগে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বিকেলে ৩৩৮ থানার ওসি বদলির প্রজ্ঞাপন ইস্যু করে পুলিশ সদর দপ্তর। এর আগে পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো ৩৩৮ থানার ওসিকে বদলির তালিকার অনুমোদন দেয় নির্বাচন কমিশন (ইসি)।
গত ৬ ডিসেম্বর আসন্ন সংসদ নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে দেশের সব থানার ওসিদের বদলির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছিল নির্বাচন কমিশন। এরই প্রেক্ষিতে ইসিতে ৩৩৮ থানার ওসির বদলির তালিকা পাঠিয়েছিল পুলিশ সদর দপ্তর।
গত ৩০ নভেম্বর সব উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ওসিকে বদলি করার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশনা দেয় নির্বাচন কমিশন।