চট্টগ্রাম মহানগরীর বাকলিয়ান থানার সাবান ফ্যাক্টরী এলাকায়তসলিমা বেগম(৪২) নামের এক গৃহবধুকে হত্যার অভিযোগ উঠেছে।
গতকাল মঙ্গলবার সকালে এই হত্যাকাণ্ডের ঘটনায় বাকলিয়া থানায় মামলা দায়ের হয়েছে।
পুুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, নগরীর বাকলিয়া থানাধিন সাবান ফ্যাক্টরী এলাকায় তসলিমা বেগমের স্বামী মোহাম্মদ আরিফের সাথে জায়গা জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। জায়গা জমির-সংক্রান্ত বিরোধের জের ধরে দেবর মো. খোকনের হাতে নির্মম হত্যাকান্ডের শিকার হন তসলিমা।
তসলিমা বেগম দেবর মনির ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যা করেছে বলে অভিযোগ তার পরিবারের।
এ ঘটনায় নিহত গৃহবধুর ভাই আব্দুল আরিফ বাদী হয়ে বাকলিয়ার সাবার ফ্যাক্টরী এলাকার গফুর ফকিরের ছেলে মো. খোকনকে প্রধান আসামি করে বাকলিয়া থানায় মামলা করেন। নিহত গৃহবধু বাপের বাড়ি পটিয়া উপজেলার ছনহার এলাকায়।
নিহত গৃহবধূর ভাই আব্দুল্লাহ আরিফ বলেন, আমার বোন তারা পরিকল্পিতভবে হত্যা করেছে, খোকন ছাড়াও আরও অনেকে জড়িত রয়েছে মূল আসামি গ্রেফতার করতে পারলে সব বের হয়ে আসবে।
এ বিষয়ে বাকলিয়া থানার অফিসার আফতার হোসাইন বলেন, দেবরের হাতে ভাবি খুন হয়েছে তবে কি কারণে কে খুন হয়েছে বিষয়টি তদন্ত চলছে। ঘটনায় জড়িত প্রধান আসামি খোকন ঘটনার পর থেকে পালাতক রয়েছে পুলিশ তাকে গ্রেফতারের চেষ্ঠা চলছে।