দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়ায় বন্য হাতির হামলায় সাহেব মিয়া (৭০) নামের এক বৃদ্ধ কৃষকের মৃত্যু হয়েছে।
আজ সোমবার (১৮ ডিসেম্বর) বিকেলে উপজেলার চুনতি জাঙ্গালিয়ার পূর্ব পাশে ভাদুইল্লার ডুরি এলাকায় এ ঘটনা ঘটে।
সাহাব মিয়া উপজেলার আধুনগর সিকদার পাড়া এলাকার মৃত সোলতান আহমদের ছেলে।
স্থানীয়রা জানায়, সাহেব মিয়া পেশায় একজন কৃষক। তিনি তার নিজের পানের বরজে কাজ করার সময় বন্যহাতির পাল তার উপর আক্রমণ করে। এসময় হাতির পায়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলে তিনি মারা যান। পরে স্থানীয়রা তার লাশ উদ্ধার করে বাড়ি নিয়ে এসেছে।
লোহাগাড়ার সাতগড় বনবিট কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, বন্যহাতির আক্রমণে সাহাব মিয়া নামের এক বৃদ্ধ কৃষক নিহত হয়েছেন বলে খবর পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করে আমরা ঊর্ধ্বতন কর্তপক্ষকে অবহিত করেছি। নিহতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা হচ্ছে।