চট্টগ্রামের বাঁশখালীতে নিখোঁজের দুইদিন পর পুকুর থেকে ভাসমান অবস্থায় তাহমিদ (৫) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকালে স্থানীয় লোকজন বাড়ির অদূরে পুকুরে ভাসমান অবস্থায় মরদেহ দেখতে পায়। পরে তার মরদেহ করা হয়।
নিহত তাহমিদ উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মো. আলমের ছেলে।
পরিবারের দাবি তাকে হত্যা করে মরদেহ পুকুরে ফেলে দেওয়া হয়।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ বলেন, শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
নিহত তাহমিদের ফুফা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. ইমরান জানান, গত মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুর থেকে তাহমিদ নিখোঁজ ছিল। পরে আজ (বৃহস্পতিবার) সকালে বাড়ির অদূরে একটি পুকুরে রক্তাক্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। ধারণা করা হচ্ছে, গতকাল (বুধবার) রাতে হত্যা করে তার মরদেহ পুকুরে ফেলে দেওয়া হয়েছে।