সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি :
জেলার সীতাকুণ্ড উপজেলার ১০ সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুরের ৩ নম্বর সমাজ এলাকায় ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে কথা কাটাকাটি এক পর্যায়ে সহপাঠীদের হাতে খুন হয়েছে ইমন (১৫) নামে এক কিশোর।
নিহত কিশোর ইমন ওই এলাকার সবুজ মিয়ার ছেলে। রবিবার রাত ১১টার সময় এ ঘটনা ঘটে।
এ নিয়ে এক রাতেই সীতাকুণ্ডে ৩ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, খেলার সময় কথাকাটাকাটির এক পর্যায়ে তিন বন্ধু মিলে ব্যাট দিয়ে ইমনকে মাথায় আঘাত করে। পরে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর পরই পুলিশ অভিযুক্ত তিনজনকে আটক করে।
আটককৃতরা হল একই এলাকার কালা বাচ্চুর ছেলে সুজন (১৭), বাবুল মিয়ার ছেলে ফারুক (১৫) ও মৃত বোরহান উদ্দিনের ছেলে মুন্না (১৭)।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল উদ্দিন বলেন, ‘ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে হত্যার ঘটনায় মূল অভিযুক্ত তিনজনকে আটক করা হয়েছে। তাদের এই হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হবে।
এর আগে রবিবার রাত সাড়ে ৯টার দিকে জায়গা জমি বিরোধের জেরে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের শীতলপুর এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মোঃ আলমগীর (৩৬) নামে এক কুলিং কর্ণার ব্যবসায়ী নিহত হয়েছে। এর এক ঘন্টা আগে ২নং বারৈয়ারঢালা ইউনিয়নের লালানগর গ্রামে মামাতো ভাইয়ের হাতে খুন হন নুর মোস্তফা বজল (৫৮) নামে এক বিএনপি নেতা। তিনি ওই এলাকার পশ্চিম লালনগরের গ্রামের মুজিবুল হকের পুত্র।