চট্টগ্রামে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বেসরকারী ইস্টার্ন ব্যাংক লিমিটেডের এক কর্মকর্তাকে ২ বছর ৩ মাস কারাদণ্ড দিয়েছে আদালত।
গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে মো. ইফতেখারুল কবির নামে ওই ব্যাংক কর্মকর্তাকে কারাদণ্ডের পাশপাশি ১ কোটি ৫ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ২ বছর ৩ মাস কারাদণ্ডাদেশ দেওয়া হয়।
আজ বুধবার (৩১ জানুয়ারি) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মুন্সী আব্দুল মজিদ এ রায় দেন।
দণ্ডিত মো. ইফতেখারুল কবির ইস্টার্ন ব্যাংক লিমিটেডের চট্টগ্রাম ও আর নিজাম রোড শাখার সাবেক ব্যাংকিং প্রায়োরিটি ম্যানেজার ছিলেন।
দুদকের আইনজীবী এড. মুজিবুর রহমান চৌধুরী রায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, সাক্ষ্য প্রমাণে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছি। বাদী বিবাদী পক্ষে দীর্ঘ শুনানি শেষে তার বিরুদ্ধে আদালত সাজার রায় ঘোষণা করেছে। আমরা এই রায়ে সন্তুষ্ট।
দুদক সূত্রে জানা যায়, ইস্টার্ন ব্যাংক লিমিটেডের ও.আর. নিজাম রোড শাখার ফজিলাতুন্নেসার নামে এক গ্রাহকের ৯০ লক্ষ টাকার ভুয়া এফডিএ দেখিয়ে আত্মসাৎ করার অভিযোগ ছিল একই ব্যাংকের সাবেক কর্মকর্তা মো. ইফতেখারুল কবিরের বিরুদ্ধে। সেই অভিযোগে দুদকের দায়ের করা এক বিশেষ মামলায় আদালত এ রায় ঘোষণা করেছেন।