সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি :
চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাট সাগর উপকুল থেকে মোঃ ইলিয়াস (২৬) নামে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ।
সোমবার বিকালে উপজেলার ফৌজদারহাট সাগর উপকুলে জোয়ারের পানিতে ভেসে আসে।
নিহত ইলিয়াস বরিশালের বরগুনা জেলার ছোট তারেশ্বর বামনা থানার খালেকের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন গাউছিয়া কমিটির টিম লিডার মামুনুর রশিদ। জানা যায়, ফৌজদারহাট সাগর উপকুলে জোয়ারের পানিতে একটি লাশ ভেসে আসলে স্থানীয়রা দেখে পুলিশকে খবর দেয়। এসময় কুমিরা নৌ পুলিশ মানবিক সংগঠন গাউছিয়া কমিটির সহযোগিতায় লাশটি উদ্ধার করে। লাশের পকেটে থাকা স্মার্ট কার্ড দেখে তার পরিচয় সনাক্ত করে। লাশ ময়নাতদন্তের জন্যে চমেক হাসপাতালে প্রেরণ করে পুলিশ।