২০২৪ সালের এস এস সি ও দাখিল জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে নগরীর একটি কমিউনিটি সেন্টারে বর্ণিল আয়োজনে প্রায় এক হাজার ছাত্র-ছাত্রীদের নিয়ে সংবর্ধনার আয়োজন করে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তর শাখা।
উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি মেধাবী ছাত্র ছাত্রীদের কে মেধার সাথে নৈতিকতা সম্পন্ন মানুষ হয়ে গড়ে উঠে দেশ ও জাতির কল্যাণার্থে ভূমিকা রাখার আহবান জানান।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তর শাখার সভাপতি ফখরুল ইসলাম।
অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট, সার্টিফিকেট ও উপহার সামগ্রী প্রদানের মাধ্যমে সংবর্ধিত করা হয়।
ছাত্রশিবিরের এই চমৎকার আয়োজনে কৃতি শিক্ষার্থী ও তাদের অবিভাবক বৃন্দ ভূয়সী প্রশংসা করেন, তারা আগামীতেও এই কার্যক্রম পরিচালনা অব্যাহত রাখার জন্য ছাত্রশিবির কে অনুরোধ জানায়।