ভারতের তামিলনাড়ুর কাল্লাকুরচি জেলায় বিষাক্ত মদ্যপানে অন্তত ৩৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আরও শতাধিক ব্যক্তি। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আজ বৃহস্পতিবার (২০ জুন) এ তথ্য নিশ্চিত করে স্থানীয় প্রশাসন। খবর ভয়েস অব আমেরিকা ও হিন্দুস্তান টাইমসের।
কর্তৃপক্ষ জানায়, এখনও ৬০ জন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। জানা যায়, বুধবার পর্যন্ত বিষাক্ত চোলাই মদ পানের কারণে বমি, পেটে ব্যথা ও ডায়রিয়ার সমস্যা নিয়ে শতাধিক ব্যক্তি হাসপাতালে ভর্তি হয়েছে।
এ ঘটনায় গাফিলতির অভিযোগে কাল্লাকুরচির জেলা প্রশাসককে বদলি করা হয়েছে। জেলার পুলিশ সুপারসহ অন্তত ১৯ জনকে বরখাস্ত করা হয়েছে। অবৈধ মদ বিক্রির অভিযোগে চারজনকে আটক করা হয়েছে। জব্দ করা হয় ২০০ লিটার মিথানল মিশ্রিত মদ।
ঘটনার তদন্তের নির্দেশ দিয়ে মুখ্যমন্ত্রী এমকে স্টালিন সরকার সামাজিক মাধ্যম এক্স-এ লেখেন, বিষাক্ত মদ খেয়ে মানুষের মৃত্যুর খবর শুনে তিনি মর্মাহত ও দুঃখিত। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার করা হয়েছে। কর্মকর্তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হয়েছে।