জেনিন তুলকারেম ও তুবাসের শরণার্থী শিবিরে তেলআবিবের হামলার নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। অবিলম্বে হামলা বন্ধের দাবিও জানিয়েছেন তিনি। এছাড়াও আহতদের চিকিৎসা নিশ্চিতের আহ্বান জানান জাতিসংঘের মহাসচিব।
নিরীহ ফিলিস্তিনিদের ওপর এমন আগ্রাসনকে বেআইনি আখ্যা দিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সমালোচনা করেছে ইউরোপীয় ইউনিয়নও। অভিযোগ, ইসরায়েল গাজা যুদ্ধকে পশ্চীম তীর পর্যন্ত বিস্তৃত করতে চায়।
বুধবার (২৮ আগস্ট) ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের উত্তরাঞ্চলে বড় ধরনের স্থল ও বিমান হামলা চালায় ইসরায়েলের সামরিক বাহিনী। এতে কমপক্ষে ১১ জন নিহত হয়েছে। পশ্চিম তীরের উত্তরাঞ্চলীয় বেশ কয়েকটি শহরে ইসরায়েলি অভিযান ও হামলায় তারা প্রাণ হারায়।
উল্লেখ্য, ১৯৬৭ সালের যুদ্ধে পশ্চিমতীর দখল করে নেয় ইসরায়েল। আর গত বছরের শুরু থেকে পশ্চিম তীরে সহিংসতা ছড়িয়ে পড়েছে। তবে গত বছরের ৭ অক্টোবর গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এটি আরও বেড়েছে।
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্যের ওপর ভিত্তি করে প্রস্তুতকৃত এএফপির পরিসংখ্যান অনুসারে, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় সহিংসতা শুরু হওয়ার পর থেকে ইসরায়েল পশ্চিম তীরে ৬৪০ জনেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে।
সেই একই সময়ে হাজার হাজার ফিলিস্তিনিকে আটকও করেছে ইসরায়েল। অন্যদিকে ইসরায়েলি কর্মকর্তাদের মতে, একই সময়ে ফিলিস্তিনি হামলায় অন্তত ১৯ ইসরায়েলি নিহত হয়েছে।