টানা ১৫ দিন পানি ছাড়ার পর অবশেষে বন্ধ করা হয়েছে রাঙামাটির কাপ্তাইয়ের কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের স্পিলওয়ের ১৬টি জলকপাট। সোমবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় বন্ধ করা হয় জলকপাটগুলো।
এর আগে অতি বর্ষণে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই লেকের পানি গত ২৪ আগস্ট সন্ধ্যায় বিপদসীমা অতিক্রম করায় অর্থাৎ ১০৮ ফুট মিন সি লেভেল অতিক্রম করে। এতে পরদিন ২৫ আগস্ট সকাল ৮টায় পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দেয়া হয়েছিল। সেইদিন কাপ্তাই লেক থেকে কর্ণফুলী নদীতে প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি পড়ে ছিল। হ্রদের পানি স্বাভাবিক অবস্থায় আসায় টানা ১৫ দিন পর বন্ধ করা হয়েছে ১৬টি জলকপাট।
কর্ণফুলী জল বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুজ্জাহের জানান, এর আগে অতি বর্ষণে উজান হতে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই লেকের পানি বিপদসীমা অতিক্রম করে। কাপ্তাই হ্রদে পানির ধারণ ক্ষমতা ১০৯ এমএসএল হলেও তখন পানির লেভেল অতিক্রম করে ১০৮ এমএসএল। তাই গত ২৫ আগস্ট সকাল ৮টায় পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে একযোগে খুলে দেয়া হয়েছিল। সেইদিন কাপ্তাই লেক হতে কর্ণফুলী নদীতে প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি নিষ্কাশিত হয়েছিল।
এটিএম আব্দুজ্জাহের আরও জানান, বৃষ্টি অব্যাহত থাকায় ধাপে ধাপে ৫ ফুট পর্যন্ত গেইট খোলা হয়েছিলো। হ্রদে পানি কমতে থাকায় সোমবার সকালে স্পিলওয়ের ১৬টি জলকপাট বন্ধ করা হয়।
একই সঙ্গে বর্তমানে কর্ণফুলী বিদ্যুৎ কেন্দ্র থেকে দৈনিক ৫টি ইউনিটে সর্বোচ্চ গড়ে ২১০ হতে ২২০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।