গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নবীরুল ইসলামকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।
রোববার (২২ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. আলমগীর কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নবীরুল ইসলাম স্বঘোষিত লেখক হিসেবে বেশ আলোচিত-সমালোচিত ছিলেন। ২০২২ সালে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উদ্যোগে সরকারি কর্মকর্তাদের মধ্যে পাঠাভ্যাস গড়তে সাড়ে ৯ কোটি টাকার বই কেনার উদ্যোগ নেয়া হয়।
পরে জেলা-উপজেলায় বই কিনতে ৯ কোটি ৫৪ লাখ টাকা বরাদ্দ দিয়ে এক হাজার ৪৭৭টি বইয়ের তালিকা পাঠানো হয়। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পাঠানো তালিকার মধ্যে সেই সময়ের অতিরিক্ত সচিব নবীরুলেরই ২৯টি বই ঢুকিয়ে দেয়া হয়।
ওই তালিকা খতিয়ে দেখা যায়, বঙ্গবন্ধুকে নিয়ে থাকা ১৬৬টি শিরোনামের মধ্যে অন্তত ৪০টি বই আছে, যা ১৫ জন সরকারি কর্মকর্তাদের লেখা। পরে অবশ্য সমালোচনার মুখে ওই তালিকা বাতিল করা হয়।