নানা হুমকি ধামকি দিয়ে নিজ দেশে ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়ায় গেল শুক্রবার (২৫ অক্টোবর) ইরানে বিমান হামলা চালায় ইসরায়েল। ইরানের তিনটি প্রদেশে চালানো ওই হামলার পর পশ্চিমা দেশগুলোর পক্ষ থেকে ইরানকে পাল্টা হামলা না করতে অনুরোধ করা হয়। তবে ইসরায়েলি হামলার জবাব আসন্ন মার্কিন নির্বাচনের আগেই দেয়ার চিন্তা করছে ইরান। খবর টাইমস অব ইসরায়েলের।
তেহরানের বিভিন্ন সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে বলেছে, ইরান তার ভূখণ্ডে ইসরায়েলের সাম্প্রতিক আক্রমণের একটি ‘সুনির্দিষ্ট এবং শোচনীয়’ প্রতিক্রিয়া দেবে। সম্ভবত আগামী ৫ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগেই এই হামলা হতে পারে। ইসরায়েলে হামলার আলোচনার বিষয়ে অবহিত থাকা সূত্রটি বলেছে, ‘ইসলামী প্রজাতন্ত্র ইরানের ইহুদিবাদী শাসকদের আগ্রাসনের প্রতিক্রিয়া সুনিশ্চিত এবং শোচনীয় হবে।’
এর আগে হিজবুল্লাহপ্রধান হাসান নাসরুল্লাহকে হত্যার পর গত ১ অক্টোবর ইসরায়েলকে লক্ষ্য করে প্রায় ২০০ ক্ষেপণাস্ত্র ছুড়েছিল ইরান। তবে এসব ক্ষেপণাস্ত্রের অধিকাংশ লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ভূপাতিত করার দাবি করে ইসরায়েল। নেতানিয়াহুর দেশ হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণও গোপন করেছে বলে ধারণা করা হয়। যদিও ওই হামলার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছিলেন, ইরান ‘বড় ভুল করেছে’ এবং ‘এর মাশুল দিতে হবে’।
পাল্টা ইরানে ইসরায়েলি হামলায় চার সেনা নিহত এবং ‘সীমিত ক্ষয়ক্ষতি’ হয়েছে দাবি করে ইরান। তবে হামলায় নিজেদের ‘সব লক্ষ্য অর্জিত হয়েছে’ বলে সফলতার দাবি করেন নেতানিয়াহু। হামলার পর ইসরায়েল হুঁশিয়ারি উচ্চারণ করে বলে, ফের ইরান হামলা করলে তার কড়া জবাব দেয়া হবে। আর ইসরায়েল বাহিনীর হামালার পর যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য ইরানকে ফের হামলা না করার জন্য আহ্বান জানায়।