শ্রদ্ধা ও ভালোবাসায় স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টুকে শেষবিদায় জানালো ক্রীড়াঙ্গন। সকালে মোহামেডান স্পোর্টিং ক্লাবে দেয়া হয় গার্ড অব অনার। এরপর ফুটবল ফেডারেশনে জানাজা শেষে সিক্ত হয়েছেন সর্বস্তরের শ্রদ্ধায়।
বিউগলে করুণ সুর, স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ককে গার্ড অব অনার। রাষ্ট্রীয় ময়ার্দায় মুক্তিযোদ্ধা জাকারিয়া পিন্টুর শেষ বিদায়।
নিথর দেহে, প্রিয় মোহামেডান ক্লাবে শেষবারের মত কিংবদন্তি। সাদা-কালো অধিনায়ককে শ্রদ্ধা জানাতে সতীর্থ, অনুজ সবাই এসেছেন। ছিলেন ফুটবল ফেডারেশনের সাবেক সভাপতি অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদসহ ফুটবলার, ক্লাব কর্তারা।
মোহামেডান থেকে ফুটবল ফেডারেশন। সেখানেও ক্রীড়াঙ্গনের শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত বাংলাদেশের প্রথম অধিনায়ক জাকারিয়া পিন্টু। ফেডারেশন সভাপতি তাবিথ আউয়ালসহ ফুটবলার, সংগঠকরা অংশ নেন জানাজায়। শ্রদ্ধা জানানো হয় ক্রীড়া উপদেষ্টার পক্ষে।
এরপর জাতীয় প্রেস ক্লাব হয়ে বিকেলে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয় জাকারিয়া পিন্টুকে। সোমবার রাজধানীর একটি হাসপাতালে জীবনাবসান হয় স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়কের।