মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী’র নামে চট্টগ্রাম প্রেসক্লাবের একটি হল করার জোর দাবি জানিয়েছেন ভাসানী অনুসারী পরিষদ কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু।
রবিবার সন্ধায় নগরীর নন্দনকানন পুলিশ প্লাজার শাপলা হলে জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী’র ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ভাসানী অনুসারী পরিষদের চট্টগ্রাম মহানগর উত্তর-দক্ষিণ জেলা কমিটির উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু এ দাবি জানান।
সভায় অধ্যক্ষ মুছা সিকদার এর সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাব সদস্য সচিব, সম্মিলিত পেশাজীবী পরিষদ আহ্বায়ক ও আমার দেশ পত্রিকার চট্টগ্রাম ব্যুরো জাহিদুল করিম কচি, মুখ্য আলোচক ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিল সাবেক সদস্য ডিএল সভাপতি মইনুদ্দীন কাদেরী শওকত এবং জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট মোঃ এনামুল হক। ভাসানী অনুসারী পরিষদ মহানগর সাধারণ সম্পাদক মোঃ সেলিম নূর এর সঞ্চালনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, একাত্তর টেলিভিশনের চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান সাইফুল ইসলাম শিল্পী, চট্টগ্রাম সাবেক জেলা পিপি বীর মুক্তিযোদ্ধা ডাঃ জবিউল্লাহ, গণ সংহতি চট্টগ্রাম জেলা সমন্বয়কারী হাসান মারুফ রুমি, চট্টগ্রাম জেলা ভাসানী অনুসারী পরিষদ সাধারণ সম্পাদক ক্যাপ্টেন মোবারক আলী, মহানগর সহ-সভাপতি অধ্যাপক মাহমুদ নূর সহ আরো অনেকে।
বক্তারা বলেন, মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী ছিলেন বাংলাদেশের রাজনীতির জনক। আজীবন স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে আপোষহীন ছিলেন মওলানা ভাসানী। স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা সহ ফারাক্কা মিছিলের নেতৃত্বে আজীবন আপোষহীন ছিলেন জননেতা মওলানা ভাসানী।